Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Mamata Bandyopadhyay

রাজনৈতিক বন্দিদের এ বার মুক্তি দিন, আর্জি জানিয়ে মমতাকে চিঠি লিখল সিপিআই

চিঠিতে লেখা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার যদি সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়, তবে তা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ০০:১৩
Share: Save:

রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল সিপিআই। বিচার প্রক্রিয়া ছাড়াই তাঁদের বছরের পর বছর ধরে জেলে বন্দি করে রাখায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ করার আর্জি জানায় তারা। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনের অপপ্রয়োগের বিষয়টিও তুলে ধরা হয় চিঠিতে।

চিঠিতে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ও জাতীয় স্তরের সম্পাদক পল্লব সেনগুপ্তের স্বাক্ষরিত ওই চিঠিতে লেখা হয়েছে, ‘বিচার প্রক্রিয়া ছাড়াই গত ১০ বা তার বেশি বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলে বন্দি রয়েছেন বহু রাজনৈতিক কর্মী। এতে তাঁরা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আইনি নিরাপত্তা থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা। তার চেয়ে বড় বিষয়, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা বিচারবিভাগীয় প্রক্রিয়ার উপর সাধারণ মানুষের বিশ্বাসকে দুর্বল করে। যা একেবারেই কাম্য নয়।’

এই প্রসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনের অপ্রয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়ে। চিঠিতে লেখা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়, তবে তা একটি দৃষ্টান্তমূলক এবং ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Bandyopadhyay CPI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE