রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে যে তদন্ত চলছে, তার গতি বাড়ানোর দাবিতে ফের পথে নামছে বামেরা। ষোগ্য চাকরি-প্রার্থীদের দ্রুত নিয়োগ ও দুর্নীতির উৎস পর্যন্ত পৌছনোর দাবিতে আজ, মঙ্গলবার ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে কলকাতা জেলা বামফ্রন্ট। দু’বছর আগে এই দিনেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল।
ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে সেই দিনটিকে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস’ হিসেবে পালন করবে বিজেপি। ধর্মতলায় আজ দুপুরে তাদের ধর্না-প্রতিবাদের কর্মসূচি আছে। বাবুঘাটে বিকালে তাদের ‘শহিদ তর্পণ’ করার কথা। তার পরে বিকালে বামেদের মিছিল শুরু হওয়ার কথা ধর্মতলা থেকে।
বাম নেতৃত্বের অভিযোগ, নিয়োগ-দুর্নীতির তদন্ত শ্লথ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে কিছু ধরপাকড় হলেও তদন্ত ‘মাথার দিকে’ যাচ্ছে না বলে তাঁদের অভিযোগ। দুর্নীতির তদন্ত ধামাচাপা দিতে বিজেপি-তৃণমূল কংগ্রেসের কোনও ‘বোঝাপড়া’ থাকতে পারে, এই অভিযোগ তুলেও পথে সরব হতে চায় বামেরা। অন্য দিকে, বিজেপির দাবি ‘ভয়মুক্ত বাংলা, দুর্নীতিমুক্ত সরকারে’র।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)