Advertisement
০৫ মে ২০২৪

মধ্যরাতে সিপিএম প্রার্থী শতরূপের বাড়িতে হামলার অভিযোগ

ভোটের ফলাফল বের হতেই রাজ্য জুড়ে তৈরি হয়েছে হিংসার বাতাবরণ। এ বার হামলার মুখে পড়তে হল এক বিরোধী প্রার্থীকে। খাস কলকাতায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০১৬ ১১:১৯
Share: Save:

ভোটের ফলাফল বের হতেই রাজ্য জুড়ে তৈরি হয়েছে হিংসার বাতাবরণ। এ বার হামলার মুখে পড়তে হল এক বিরোধী প্রার্থীকে। খাস কলকাতায়। শনিবার রাতে কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। শতরূপবাবুর অভিযোগ, রাত একটা নাগাদ হঠাৎই ১০-১২ জনের একটি বাইক-বাহিনী লোহার রড, লাঠি নিয়ে চড়াও হয় তাঁর বাড়িতে। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে নানা রকম হুমকি দেওয়া হয়। চলে অকথ্য গালিগালাজও।

পাশাপাশি শনিবার গভীর রাতে হামলা চলে বাঘাযতীন স্টেশন রোডে গণেশ মজুমদারের বাড়িতে। স্থানীয় লোকাল কমিটির সদস্য গণেশবাবুর অভিযোগ গতকাল রাত ১টা নাগাদ তাঁর বাড়ির জানলা লক্ষ্য করে দু’টি বোমা মেরে পালায় দুষ্কৃতীরা। সেই সময়ই পাটুলি থানায় ফোন করে সাহায্য চান তিনি। গণেশবাবুর বক্তব্য বারবার সাহায্য চাইলেও কার্যত নিষ্ক্রিয় ছিল পুলিশ। কোনও রকম ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, একবারও ঘটনাস্থলে দেখা যায়নি তাদের।

আরও পড়ুন...

নিয়ন্ত্রণের বার্তা, তবু হিংসা থামছে না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shatarup Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE