Advertisement
০১ মে ২০২৪
CPM

মহিলা মুখেরা একত্রে ১লা বৈশাখ

সিপিএমের রাজ্য কমিটির এক সদস্যের কথায়, ‘‘সন্দেশখালি, কামদুনি, মনিপুর, হাথরস, উন্নাও আর নয়। এ বার ঘুরে দাঁড়ানোর লড়াই। আমাদের বিকল্প ভাবনা, আমাদের অধিকারের লড়াইয়ের কথা তুলে ধরতে চাই পয়লা বৈশাখ।’’

cpm

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ০৭:৩৭
Share: Save:

সন্দেশখালির ঘটনা এ বার লোকসভা ভোটে বিরোধীদের হাতিয়ার। কিন্তু সন্দেশখালিই শুধু নয়, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে দেশের আরও নানা জায়গায়। নিরাপত্তা-সহ মহিলাদের আরও কিছু বিষয়কে সামনে রেখে দলের মহিলা প্রার্থীদের এক মঞ্চে নিয়ে আসছে সিপিএম। বাংলা নববর্ষের দিন কলকাতায় এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে হাজির থাকার কথা জাহানারা খান, সায়রা শাহ হালিম, দীপ্সিতা ধর, সোনামণি টুডু, শ্যামলী প্রধানদের। যাঁরা বিভিন্ন কেন্দ্রে এ বার সিপিএমের হয়ে লড়াই করছেন। তাঁদের সঙ্গে থাকার কথা দলের যুব সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের। সিপিএমের রাজ্য কমিটির এক সদস্যের কথায়, ‘‘সন্দেশখালি, কামদুনি, মনিপুর, হাথরস, উন্নাও আর নয়। এ বার ঘুরে দাঁড়ানোর লড়াই। আমাদের বিকল্প ভাবনা, আমাদের অধিকারের লড়াইয়ের কথা তুলে ধরতে চাই পয়লা বৈশাখ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE