প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের প্রথম বর্ষপূর্তি হচ্ছে আগামী ৮ অগস্ট। সেই দিনই তাঁর স্মরণে সভার আয়োজন করছে সিপিএম। দলের রাজ্য দফতরেই আব্দুল হালিম কক্ষে ৮ তারিখ হবে ওই স্মরণ-সভা। বুদ্ধদেবেরই প্রিয় রবীন্দ্র-লাইন নিয়ে অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছে ‘ফুরায় যা, তা ফুরায় শুধু চোখে..’। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই স্মরণ-সভাকে অবশ্য ছোট বৃত্তেই সীমাবদ্ধ রাখতে চাইছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘ঘরোয়া ভাবে আমরা মিলিত হয়ে তাঁকে স্মরণ করব দলীয় দফতরে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)