Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Mathurapur

মথুরাপুরে বাড়িতে ঢুকে সিপিএম কর্মীকে কুপিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল

মথুরাপুরের লালপুরের বাসিন্দা রাজু হালদার এলাকায় সক্রিয় সিপিএম কর্মী বলেই পরিচিত।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ২১:৩৩
Share: Save:

ভোট পরবর্তী হিংসায় রক্ত ঝরল এ বার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। স্থানীয় এক সিপিএম কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহতের নাম রাজু হালদার (২৭)। ঘটনার পর রাজুর বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

মথুরাপুরের লালপুরের বাসিন্দা রাজু হালদার এলাকায় সক্রিয় সিপিএম কর্মী বলেই পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁর বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে আচমকাই ঢুকে পড়ে কয়েক জন দুষ্কৃতী। তাঁকে এলোপাথারি কোপানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রাজু হালদারের বাড়িতে যান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বলেন, রাজ্য অত্যন্ত ভদ্র ও এলাকায় শান্তশিষ্ট বলেই পরিচিত ছিলেন। তাঁকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: মমতার সঙ্গে বৈঠক, ভোটে বিপর্যয়ের ধাক্কা সামলাতে প্রশান্ত কিশোরের হাত ধরছে তৃণমূল

আরও পডু়ন: নিশানায় তথাগত-লকেট, হাজরায় দিনভর অবস্থান বিক্ষোভে বঙ্গজননী বাহিনী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC CPM Murder Mathurapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE