Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বৃষ্টি ছাপিয়ে সমাবেশে ভিড়

রানি রাসমণি অ্যাভিনিউয়ে উপচে পড়া ভিড় পাতলা হচ্ছে না এতটুকুও। বরং ভিজতে ভিজতেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের ভাষণ শুনলেন এসইউসি কর্মী-সমর্থকেরা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০৬:১৬
Share: Save:

অঝোর বৃষ্টি। ধর্মতলা-সহ কলকাতার বিভিন্ন প্রান্তে জলের উপর গাড়ি চলছে নৌকোর মতো। কিন্তু রানি রাসমণি অ্যাভিনিউয়ে উপচে পড়া ভিড় পাতলা হচ্ছে না এতটুকুও। বরং ভিজতে ভিজতেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের ভাষণ শুনলেন এসইউসি কর্মী-সমর্থকেরা। দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৪২তম প্রয়াণ দিবসে রবিবারের সমাবেশ থেকে প্রভাসবাবুর বার্তা, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বা বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে জিতিয়ে জনগণের সমস্যার কোনও সমাধান হবে না। অসমে নাগরিকপঞ্জির প্রসঙ্গ এবং ‘অনুপ্রবেশকারী’ ও ‘শরণার্থী’ তকমায় মানুষকে বিজেপির ভাগ করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘২০০৫ সালে তৃণমূলও একই ভাবে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিল। ভোটের স্বার্থে এ সব করা হচ্ছে। মানুষের উচিত গণ-আন্দোলনের শক্তির পাশে দাঁড়ানো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SUCI Protest Rally Rain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE