জুনিয়র ডাক্তারেরা ১০ দফা দাবিকে সামনে রেখে যে অনশন-আন্দোলন করছেন, তাতে সংহতি জানিয়ে আজ, শুক্রবার প্রতীকী অনশন কর্মসূচি নিচ্ছেন ‘পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ’ ও ‘নবান্ন’ সাহিত্য পত্রিকার কর্মীরা। সকাল ৯টা থেকে ১২ ঘণ্টার ওই কর্মসূচি হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে ‘অনমনীয় ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে’র অভিযোগ তুলে পরিষদের সম্পাদক সরিৎ চক্রবর্তী জানিয়েছেন, আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে তাঁরা ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে দুপুর আড়াইটায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানও করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্রুত আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসে স্বাস্থ্য ব্যবস্থায় অচলাবস্থা কাটানোর জন্যও আর্জি জানিয়েছে গণসংস্কৃতি পরিষদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)