উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য-রাজ্যপাল মামলা চলছে। অভিযোগ, যাতে রাজভবনের আইনি খরচ জুগিয়েছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোর আইনি খরচ খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করেছে উচ্চ শিক্ষা দফতর।
রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোস অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণের পরে বিশ্ববিদ্যালয় কী ভাবে চলছে, সে বিষয়ে রিপোর্ট চেয়েছে রাজভবন। বুদ্ধদেব বৃহস্পতিবারেও উপাচার্যের দফতরে যান। সেখানে তাঁকে স্মারকলিপি দিয়ে তৃণমূলপন্থী শিক্ষকদের দাবি, রাজ্য সরকার বুদ্ধদেবকেই অন্তর্বর্তী উপাচার্যের কাজ চালিয়ে যেতে বলেছে। তাই তিনিই কাজ চালিয়ে যান।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আচার্য যদি কোর্টের কথা অমান্য করেন, সেটা তাঁর অভিরুচি। আদালত যা আদেশ দেবেন, তা আমরা মেনে নিতে প্রস্তুত।” সমাবর্তন প্রসঙ্গে ব্রাত্য বলেন, “ছাত্রদের স্বার্থের কথা উনি ভাবছেন না। ভাবলে ভাল হত।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)