Advertisement
০১ মে ২০২৪
CV Ananda Bose

রিপোর্ট চাইলেন রাজ্যপাল

রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোস অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণের পরে বিশ্ববিদ্যালয় কী ভাবে চলছে, সে বিষয়ে রিপোর্ট চেয়েছে রাজভবন।

CV Ananda Bose.

সি ভি আনন্দ বোস। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ০৭:১১
Share: Save:

উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য-রাজ্যপাল মামলা চলছে। অভিযোগ, যাতে রাজভবনের আইনি খরচ জুগিয়েছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোর আইনি খরচ খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করেছে উচ্চ শিক্ষা দফতর।

রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোস অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণের পরে বিশ্ববিদ্যালয় কী ভাবে চলছে, সে বিষয়ে রিপোর্ট চেয়েছে রাজভবন। বুদ্ধদেব বৃহস্পতিবারেও উপাচার্যের দফতরে যান। সেখানে তাঁকে স্মারকলিপি দিয়ে তৃণমূলপন্থী শিক্ষকদের দাবি, রাজ্য সরকার বুদ্ধদেবকেই অন্তর্বর্তী উপাচার্যের কাজ চালিয়ে যেতে বলেছে। তাই তিনিই কাজ চালিয়ে যান।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আচার্য যদি কোর্টের কথা অমান্য করেন, সেটা তাঁর অভিরুচি। আদালত যা আদেশ দেবেন, তা আমরা মেনে নিতে প্রস্তুত।” সমাবর্তন প্রসঙ্গে ব্রাত্য বলেন, “ছাত্রদের স্বার্থের কথা উনি ভাবছেন না। ভাবলে ভাল হত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CV Ananda Bose West Bengal Jadavpur University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE