Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus Lockdown

দ্রুত ক্ষতিপূরণ দিতে গিয়ে ভুল, বললেন মুখ্যমন্ত্রী

আমপান-তাণ্ডবে ভাঙা বাড়ির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। যে সব প্রকৃত ক্ষতিগ্রস্ত আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ০৬:২১
Share: Save:

আমপান-ক্ষতিপূরণ বিতর্কে এ বার বাম জমানার সঙ্গে নিজের সরকারের তুলনা টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তাঁর অভিযোগ, বাম আমলে কেউ কিছু পেতেন না। তৃণমূল সরকার মানুষের পাশে বেশি থাকছে বলেই রাজনৈতিক উদ্দেশ্যে এত সমালোচনা হচ্ছে।

একই সঙ্গে মমতার দাবি, তাড়াহুড়ো করতে গিয়ে জেলাশাসকের তালিকায় থাকা নাম দেখতে পাননি উপভোক্তারাই। তাঁর কথায়, “তাড়াহুড়ো করতে গিয়ে অনেকে দেখতে পায় না। আমারটা বাদ হয়ে গিয়েছে বলে আগে থেকে চিৎকার করতে থাকল, কাকে কান নিয়ে গেল।’’

আমপান-তাণ্ডবে ভাঙা বাড়ির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। যে সব প্রকৃত ক্ষতিগ্রস্ত আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি এ দিন জানান, ৪০ হাজার অভিযোগ-আবেদন পেয়েছে সরকার। তার মধ্যে ২৬ হাজারের নাম ডিএম-এর তালিকাতেই ছিল! মমতার কথায়, ‘‘(বাকি আবেদনের মধ্যে) ছ’হাজার বাতিল হয়েছে। কারণ, তারা মিথ্যা আবেদন করেছিল। ছ’হাজার আমরা নতুন করে করছি। যাচাই করে দেখেছি, তারা সত্যিই বঞ্চিত হয়েছে। তিন দিনের মধ্যে ক্যাম্প করে দিয়ে দেওয়া হবে।’’

বাম-জমানার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “কাজটা তাড়াতাড়ি করতে গিয়েছিলাম বলেই কিছু ভুলভ্রান্তি হয়েছে। কেউ কেউ এর সুযোগ নিয়েছে। এই সংখ্যাটা ০.৫ শতাংশ। সেটা নিয়ে কেউ কেউ এমন গরুর রচনা করেছে। আমি আবার বলি, এই জন্যে বামফ্রন্ট আমলে কাউকে কিছু দিতই না। আমরা সঙ্গে সঙ্গে করি বলে আমাদের বিরুদ্ধাচারণ করাটা ঠিক নয়।’’

উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে রেজিস্টার করুন এখানে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Lockdown Cyclone Amphan Cyclone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE