টানা বৃষ্টির হাত থেকে এ বার রেহাই মিলতে পারে। অবশেষে দক্ষিণবঙ্গের উপর থেকে ঘূর্ণাবর্ত সরতে শুরু করেছে। তা এগোচ্ছে উত্তরবঙ্গের দিকে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এ বার কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও শুক্রবার দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়বৃষ্টি আপাতত আর বেশি দিন স্থায়ী হবে না। বদলে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা বা়ড়ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার এবং শনিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। এ ছাড়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে কোনও কোনও জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা শুধু শুক্রবারে সীমাবদ্ধ। তবে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় এখনও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শুক্রবার ভারী বর্ষণ (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। রবিবার থেকে দক্ষিণের জেলাগুলিতে আপাতত কোনও সতর্কতা নেই।
আরও পড়ুন:
দক্ষিণে বৃষ্টি কমলেও দুর্যোগের সম্ভাবনা বাড়ছে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে একাধিক জেলায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত অতি ভারী বর্ষণও হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এ ছাড়া শনি, রবি ও মঙ্গলবার উত্তর দিনাজপুরে এবং মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় শনিবার থেকে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে আলিপুর।
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ক্রমে উত্তরবঙ্গের দিকে সরছে। ফলে দক্ষিণে বৃষ্টির দাপট কিছুটা কমবে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে। মৌসুমি অক্ষরেখা এখন পুরুলিয়া এবং কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা এখন স্বাভাবিকের চেয়ে অনেক কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.২ ডিগ্রি কম।