ঘোর বর্ষা। বৃষ্টি থামতেই চাইছে না। প্রায় প্রতি দিন কয়েক দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে শহর কিংবা শহরতলিতে। রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এই পরিস্থিতিতে খুব একটা আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতরও। ঘূর্ণাবর্তের কারণে আপাতত বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। ভিজবে কলকাতাও।
হাওয়া অফিস বুধবারের বিশেষ বুলেটিনে জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝে অবস্থান করছে। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা আপাতত বিকানের, সীকর, রাঁচী, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জেলায় আরও অন্তত দু’দিন বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরও তিন দিন। উত্তরবঙ্গে বর্ষা এখন অতিসক্রিয়। ফলে ৫ অগস্ট পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কলকাতায় আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি আলিপুর। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে আপাতত মঙ্গলবার পর্যন্ত।
আরও পড়ুন:
বৃহস্পতিবার: বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলাদা করে কোনও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। তবে কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং মালদহে বৃহস্পতিবার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পঙেও। শনিবার বৃষ্টি আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ওই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে রবিবার এবং সোমবারের জন্যেও। মঙ্গলবারও উত্তরের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।