Advertisement
E-Paper

আমেরিকার উপকূলেও সুনামি শুরু! ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়ছে ঢেউ, হাওয়াইয়ে সাইরেন, কতটা বিপদের শঙ্কা

ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়ছে। হাওয়াইয়ে বাজছে সাইরেন। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৫:১৩
আমেরিকার উপকূলে সুনামির ঢেউ।

আমেরিকার উপকূলে সুনামির ঢেউ। ছবি: এক্স।

জাপান, রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়তে শুরু করল সুনামির ঢেউ। হাওয়াই দ্বীপপুঞ্জের পাশাপাশি ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে ঢেউ দেখা গিয়েছে। স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে সমুদ্র। হাওয়াইতে বাজছে সাইরেন। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আমেরিকার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ক্যালিফর্নিয়ার অ্যারিনা কোভ উপকূলে সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল সবচেয়ে বেশি (১.৬ ফুট)। এ ছাড়া, ক্যালিফোর্নিয়ার ক্রেসেন্ট সিটি (১.৫ ফুট) এবং মন্টেরেতে (১.৪ ফুট) সুনামির ঢেউ আছড়ে পড়ছে। মূলত ক্যালিফর্নিয়ার উত্তর উপকূলেই এখনও পর্যন্ত সুনামি সীমাবদ্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন যে নির্দেশিকা জারি করেছে, তা বাকি উপকূলেও প্রযোজ্য হবে। সান ফ্রানসিস্কো বে এলাকা, ওরেগন উপকূল এবং ওয়াশিংটন উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পরিবেশবিদদের মতে, সুনামির এই প্রাথমিক ঢেউয়ের পর কয়েক ঘণ্টা ধরে বাড়তি ঢেউ দেখা যেতে পারে। জলের স্রোতও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। কোথাও কোথাও স্রোত হয়ে উঠতে পারে ‘ভয়ঙ্কর’। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস উপকূল থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপ এবং ভানুয়াটুতে সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, উপকূলের ধারের বাসিন্দাদের তৈরি থাকতে হবে। সমুদ্রে কোনও রকম অস্বাভাবিকতা দেখা গেলেই সকলকে সরে যেতে হবে উঁচু জায়গায়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মার্কিন নাগরিক এবং পর্যটকদের উপকূল এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে উপকূলবর্তী একটি পার্কিং এলাকায় সুনামির ঢেউ ঢুকে পড়েছে। হালেইওয়া বোট হারবারের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। তবে পার্কিং এলাকায় লোকজন ছিল না। কয়েকটি গাড়ি এবং মোটরবোট ছিল। হালেইওয়াতে সুনামির ঢেউয়ের উচ্চতা হয়েছিল ৪ ফুট। হনলুলুতে সুনামির কারণে সাধারণ মানুষকে সতর্ক করতে সাইরেন বাজছে। অনেকেই সমুদ্র তীরবর্তী এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। উপকূলরক্ষী বাহিনীর জাহাজও জরুরি পরিস্থিতির জন্য সতর্ক রয়েছে।

বুধবার (ভারতীয় সময়) রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকা কেঁপে ওঠে জোরালো ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। সেই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়া এবং জাপানের বেশ কিছু উপকূলে। এ ছাড়া চিন, পেরু, ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকার কিছু উপকূলে সুনামির ঢেউ দেখা গেলেও এখনও পর্যন্ত কোনও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়নি। মার্কিন জরুরি বিভাগ জানিয়েছে, সুনামির বিপজ্জনক পর্যায়টি কেটে গিয়েছে। আর বড় কোনও বিপদের আশঙ্কা নেই। যাঁরা সমুদ্রের তীর ছেড়ে সরে গিয়েছিলেন, তাঁরা ধীরে ধীরে ফিরতে পারেন। তবে সতর্ক থাকতে হবে সকলকে।

Tsunami US NOAA Earthquake
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy