দক্ষিণ আন্দামান সাগরের উপরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তখন তা অবস্থান করবে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে। তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না। এ রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা। তবে ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। দু’দিন পরে আবার কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, মালাক্কা এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে রয়েছে নিম্নচাপ অঞ্চল। এটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে। তার পরের ৪৮ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন তার অবস্থান হবে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে।
রাজ্যের কোথাও আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিন রাজ্যে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরের তিন দিন আবার ধীরে ধীরে ২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে রাতের তাপমাত্রা। তাই শীতের আমেজ থাকলেও এখনই জাঁকিয়ে পড়ছে না ঠান্ডা।