হাওড়া পুর এলাকায় ডেঙ্গিতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সরকারি ভাবে বুধবার এ কথা জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস। মৃতের নাম ফাহিম আহমেদ (২২)। তিনি টিকিয়াপাড়ার জলাপাড়া মসজিদ লেনের বাসিন্দা। গত ২৭ জুলাই জ্বরে আক্রান্ত হন তিনি।
এর দু’দিন পর তাঁকে ভর্তি করা হয় হাওড়ার একটি নার্সিংহোমে। পরে সেখান থেকে ফাহিমকে নিয়ে যাওয়া হয় কলকাতার ডায়মন্ড হারবার রোডের একটি নার্সিংহোমে। ওই নার্সিংহোমেই মঙ্গলবার বিকেল পৌনে ৬ টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, গত জানুয়ারি মাস থেকে ৩ অগস্ট পর্যন্ত সরকারি ভাবে হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৪ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের।