‘ভোট পরবর্তী সন্ত্রাস’-এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে লাগাতার সরব হয়েছে বিজেপি। আদালতে মামলার জেরে ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। বুধবার কমিশনের প্রতিনিধিরা রাজ্যের সব থেকে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে গিয়েছিলেন।
নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দেমারি এলাকায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। এর পর কমিশনের সদস্যরা নন্দীগ্রাম ১ ব্লকের কমিউনিটি হলে শুনানির ব্যবস্থা করেন। তবে কমিশনের এই সফর নিয়ে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।