চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন শিক্ষক পদের কর্মপ্রার্থীরা। বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ ওই বিক্ষোভ চলাকালীন এক জন অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কালীঘাট এলাকায় মুখ্যমন্ত্রীর হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে জমায়েত হন বিক্ষোক্ষকারীরা। সেখানে চাকরির দাবিতে স্লোগানও দিতে থাকেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি, বিক্ষোভকারীদের মধ্যে কয়েক জনকে পুলিশ ভ্যানে করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।