E-Paper

সমাধান অধরা নবান্নের বৈঠকেও, বৃহত্তর আন্দোলনের পথে মঞ্চ

তুুমুল বৃষ্টি সত্ত্বেও বেলা সাড়ে ১২টা নাগাদ হাওড়া ময়দান থেকে শুরু হয় ‘যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ’-এর নবান্ন অভিযান। এই অভিযান ঘিরে হাওড়া ময়দান থেকে হাওড়া পুরসভার আগে, বঙ্কিম সেতুর নীচে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ০৮:৫২
মিছিলটি শান্তিপূর্ণ ভাবে বঙ্কিম সেতুর নীচে যাওয়ার পরেই পুলিশের ব্যারিকেডে আটকে যায়।

মিছিলটি শান্তিপূর্ণ ভাবে বঙ্কিম সেতুর নীচে যাওয়ার পরেই পুলিশের ব্যারিকেডে আটকে যায়। —প্রতীকী চিত্র।

যোগ্যদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে মঙ্গলবার নবান্ন অভিযান করেও মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের থেকে সদুত্তর পেলেন না গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারারা। রাজ্য সরকারের পক্ষ থেকে এ দিনও এই জটিলতা কাটাতে কোনও সমাধানের পথ দেখানো হয়নি বলে আন্দোলনকারীদের অভিযোগ। নবান্ন থেকে বঙ্কিম সেতুর নীচে জমায়েতস্থলে ফিরে এসে নিজেদের মধ্যে আলোচনা করার পরে তাঁদের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরি ফেরতের দাবিতে তাঁরা এ রাজ্য থেকে দিল্লি পর্যন্ত লং মার্চ করবেন। কারণ, রাজ্য সরকার যোগ্যদের চাকরি ফেরাতে আজ পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি।

গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারারা গত ৩ তারিখ রাজ্য সরকারের কাছে তাঁদের দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি জমা দিয়েছিলেন। সেই দাবির ব্যাপারে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিয়েছে, তা মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের সঙ্গে সরাসরি কথা বলে জানতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। এ দিন সেই জবাব মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিব দেবেন না বলে জানিয়ে দেয় পুলিশ। তখন মিছিল যেখানে আটকানো হয়েছিল, সেই বঙ্কিম সেতুর নীচে বসে আমরণ অবস্থান-বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছিলেন বিক্ষোভকারীরা। তার পরে অবশ্য পুলিশের কথা মতো ১২ জনের একটি প্রতিনিধিদল নবান্নে এক শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা বলতে যেতে রাজি হয়। এর পরে পুলিশের গাড়িতে করেই ওই প্রতিনিধিদল নবান্নে যায়।

বৈঠকের পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে সুজয় সর্দার বলেন, ‘‘আমরা চেয়েছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। এক শীর্ষ আমলার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমরা যে অবস্থায় ছিলাম, তার থেকেও বাজে জায়গায় পৌঁছে দেওয়া হল। আজকের বৈঠকের এটাই নির্যাস।’’

এ দিন তুুমুল বৃষ্টি সত্ত্বেও বেলা সাড়ে ১২টা নাগাদ হাওড়া ময়দান থেকে শুরু হয় ‘যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ’-এর নবান্ন অভিযান। এই অভিযান ঘিরে হাওড়া ময়দান থেকে হাওড়া পুরসভার আগে, বঙ্কিম সেতুর নীচে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। নবান্নেও ছিল কড়া পাহারা। নবান্নের আশপাশের সমস্ত রাস্তায় ছিল বিশাল পুলিশ বাহিনী। নবান্নমুখী সব গাড়ি থামিয়ে পরীক্ষা করা হয়। শহরের বিভিন্ন জায়গায় বসানো হয় ব্যারিকেড। পরিস্থিতি সামাল দিতে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা হাওড়া ময়দানে উপস্থিত হন। অন্য জেলা থেকেও পুলিশ বাহিনী আনা হয়। এ দিনের নবান্ন অভিযানে অযোগ্য তালিকায় নাম না থাকা ৩৩৯৪ জনের মধ্যে বহু চাকরিহারাই অংশ নেন।

এ দিন মিছিলটি শান্তিপূর্ণ ভাবে বঙ্কিম সেতুর নীচে যাওয়ার পরেই পুলিশের ব্যারিকেডে আটকে যায়। সেখানেই অবস্থান-বিক্ষোভ চলাকালীন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনকারীদের দাবি মতো মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিব নন, অন্য পদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলতে নিয়ে যাওয়া হবে। প্রথমে আন্দোলনকারীরা জানিয়ে দেন, তাঁরা মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের সঙ্গে ছাড়া কথা বলবেন না। এর পরেই তাঁরা মিছিল যেখানে আটকে দেওয়া হয়েছিল, সেখানেই আমরণ অবস্থানের সিদ্ধান্ত নেন। পরে অবশ্য প্রতিনিধিদল নবান্নে গিয়ে আলোচনায় বসে। কিন্তু ওই বৈঠকেও তাঁদের চাকরি ফেরত নিয়ে কোনও সুরাহা না হওয়ায় শেষে আন্দোলনস্থলে ফিরে আসে প্রতিনিধিদলটি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

WB SSC Recruitment Case 2025 Teachers Recruitment

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy