Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জঙ্গলমহলের মন পেতে শিক্ষাও অস্ত্র

জনজাতির মধ্যে স্কুলছুট বাড়ছে বলে রিপোর্টে জানিয়েছে রাজ্য সর্বশিক্ষা মিশন। স্কুলছুটদের পড়াতেই পাঠকেন্দ্র চালানো হয়। রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে ৩০৬টি পাঠকেন্দ্র চালানো হয়। পড়ান সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরাই। ওই সব পাঠকেন্দ্রে কেউ চাইলে বছরে একটি করে বিষয়ের পরীক্ষা দিতে পারে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০৪:১৯
Share: Save:

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রচুর বাস দিয়ে জঙ্গলমহলের মন পাওয়ার চেষ্টা চলছে বেশ কিছু দিন ধরে। একই উদ্দেশ্যে এ বার শিক্ষাকেও হাতিয়ার করছে রাজ্য সরকার। ওই মহলে সাঁওতালি, উর্দু আর হিন্দি ভাষায় পাঠকেন্দ্র চালু করছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ।

জনজাতির মধ্যে স্কুলছুট বাড়ছে বলে রিপোর্টে জানিয়েছে রাজ্য সর্বশিক্ষা মিশন। স্কুলছুটদের পড়াতেই পাঠকেন্দ্র চালানো হয়। রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে ৩০৬টি পাঠকেন্দ্র চালানো হয়। পড়ান সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরাই। ওই সব পাঠকেন্দ্রে কেউ চাইলে বছরে একটি করে বিষয়ের পরীক্ষা দিতে পারে। সর্বাধিক সময় ন’বছর। মুক্ত বিদ্যালয় সংসদের সভাপতি ফাগ্লুনী মুখোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গে জঙ্গলমহলের আদিবাসীরাও যাতে শিক্ষার দিক থেকে এগিয়ে থাকেন, সেই জন্য সাঁওতালি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে।’’ পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন, ‘‘আরও বেশি পাঠকেন্দ্র চালু করতে হবে।’’ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ-সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘সরকার বুঝতে পারছে, ফের পাশ-ফেল চালু হলে স্কুলছুট বাড়বে। তাই আগাম সতর্কতা নিচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education Jungle Mahal Open Schooling Nabanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE