Advertisement
E-Paper

কড়া নিরাপত্তায় আজ গণনা দুই কেন্দ্রে, হবে যান নিয়ন্ত্রণ

কেন্দ্রীয় বাহিনীর যাতায়াত। প্রশাসনের আধিকারিকদের দৌড়ঝাঁপ। ঘনঘন ফোন। লোকসভা ভোটের ফল প্রকাশের আগে বৃহস্পতিবার হাওড়ার দু’টি গণনাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশাসনের ব্যস্ততা ছিল তুঙ্গে। আজ, শুক্রবার ফল প্রকাশের দিনে দু’টি এলাকাতেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। চতুর্মুখী লড়াইয়ে কে জিতবে, কে হারবে তা জানার জন্য আজ সকাল থেকেই টিভির পর্দায় চোখ রাখবে আমজনতা। আর গণনাকেন্দ্রে বসে সেই যোগ-বিয়োগে ডুব দেবেন প্রশাসনের কর্মীরা।

দেবাশিস দাশ ও নুরুল আবসার

শেষ আপডেট: ১৬ মে ২০১৪ ০১:৪৩
যেখানে ভাগ্য নির্ধারণ হবে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থীদের। ছবি: মোহন দাস।

যেখানে ভাগ্য নির্ধারণ হবে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থীদের। ছবি: মোহন দাস।

কেন্দ্রীয় বাহিনীর যাতায়াত। প্রশাসনের আধিকারিকদের দৌড়ঝাঁপ। ঘনঘন ফোন।

লোকসভা ভোটের ফল প্রকাশের আগে বৃহস্পতিবার হাওড়ার দু’টি গণনাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশাসনের ব্যস্ততা ছিল তুঙ্গে। আজ, শুক্রবার ফল প্রকাশের দিনে দু’টি এলাকাতেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। চতুর্মুখী লড়াইয়ে কে জিতবে, কে হারবে তা জানার জন্য আজ সকাল থেকেই টিভির পর্দায় চোখ রাখবে আমজনতা। আর গণনাকেন্দ্রে বসে সেই যোগ-বিয়োগে ডুব দেবেন প্রশাসনের কর্মীরা।

হাওড়া কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র হয়েছে ডুমুরজলা স্টেডিয়ামে। জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, স্টেডিয়ামের মধ্যে ‘স্ট্রং রুম’ হওয়ায় আগে থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। ‘স্ট্রং রুম’-এর পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। আজ গণনাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ভিতরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

স্টেডিয়ামের বাইরে উত্তর প্রান্তের রিং রোডে প্রশাসনিক আধিকারিকদের ঢোকা-বেরোনোর দরজার সামনে পাহারায় থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। স্টেডিয়ামের ভিতরে বিভিন্ন প্রার্থীর এজেন্ট এবং সংবাদমাধ্যমের জন্য আলাদা প্রবেশদ্বারের ব্যবস্থা করা হয়েছে। সঠিক পরিচয়পত্র না দেখাতে পারলে তাঁদের কেউই গণনাকেন্দ্রে ঢুকতে পারবেন না। গণনাকেন্দ্রের পাহারায় রাখা হয়েছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে। স্টেডিয়াম এবং স্টেডিয়ামের সীমানার পাহারায় থাকবেন রাজ্য সশস্ত্র পুলিশ।

হাওড়া সিটি পুলিশের কমিশনার অজেয় রানাডে জানান, গণনাকেন্দ্রের সামনে প্রস্তুত থাকবে ১০টি রেডিও ফ্লাইং স্কোয়াড, ছ’টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, র্যাফ। একজন অতিরিক্ত ডেপুটি কমিশনার এবং পাঁচ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারও থাকছেন। তাঁদের সঙ্গে থাকবে ছ’শোরও বেশি পুলিশ।

বৃহস্পতিবারই স্টেডিয়ামের তিন দিকের রাস্তা অনেকটা দুর থেকে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়া দ্বিমুখী ড্রেনেজ ক্যানেল রোডের একটি লেনের গাড়ি চলাচলও সম্পুর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। হয়েছে। পাশাপাশি, ওই রাস্তার মাঝ বরাবর টিন দিয়ে এমন ভাবে ঘেরা হয়েছে যাতে রাস্তার এ পার-ও পারে কিছু দেখা না যায়। কোনা এক্সপ্রেসমুখী ওই রাস্তা দিতেই দ্বিমুখী রাস্তার মধ্যে যেটি কোনা এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে, আজ সকাল থেকে সেখানে সাধারণ মানুষের যাতায়াতও নিষিদ্ধ। শুধু যাঁদের গণনাকেন্দ্রে যাতায়াতের নির্দিষ্ট পরিচয়পত্র রয়েছে, তাঁরাই ওই রাস্তায় যেতে পারবেন। একই ব্যবস্থা করা হয়েছে ড্রেনেজ ক্যানেল রোডের আর এক প্রান্তের নতুন রাস্তার দিকে। এই দু’টি রাস্তার পাহারায় থাকবেন সিটি পুলিশের কর্তারা। নির্বাচনের ফল প্রকাশের পর শহরে কোনও গোলমাল হলে মোকাবিলার জন্য তৈরি রাখা হচ্ছে বিশাল পুলিশ বাহিনীকে।

উলুবেড়িয়া কেন্দ্রের গণনা হবে বাণীতলার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। ওই কলেজেই ‘স্ট্রং রুম’ হয়। কড়া নিরাপত্তা আজ আরও কয়েক গুণ বাড়ানো হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ‘অতি উৎসাহী’ কর্মী-সমর্থকেরা যাতে গণনাকেন্দ্রের কাছাকাছি যেতে না পারেন সে জন্য ১০০ মিটার দূরে ব্যারিকেড করা হয়েছে। থাকছে ত্রি-স্তর নিরাপত্তা ব্যবস্থা। প্রথম দু’টি স্তরে রাজ্য পুলিশ এবং মূল গণনাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক দলগুলির এজেন্ট এবং গণনার সঙ্গে যুক্ত সরকারি কর্মচারী ছাড়া ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। গণনাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। মাদক দ্রব্য, মোবাইল ফোন এবং ক্যামেরা নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এ দিকে, গণনাকেন্দ্রটি মুম্বই রোডের ঠিক পাশে হওয়ায় এই রাস্তার যান চলাচল যাতে ব্যাহত না হয় তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশের এক পদস্থ কর্তা জানান, রাস্তার একটি অংশ ঘিরে দেওয়া হলেও উল্টো দিকে অ্যাপ্রোচ রোড টিকে একটি পৃথক লেন হিসাবে ব্যবহার করা হবে। তা সত্ত্বেও যানজট যাতে না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে।

vote counting debasish das nurul absar traffic control
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy