Advertisement
১৭ মে ২০২৪

খানাকুলে জোড়া খুনে ধৃত ২ যুবক

খানাকুলের রাজহাটিতে সোনার দোকানে কাজ করা মহারাষ্ট্রের দুই যুবককে খুনের ঘটনায় তাঁদেরই পরিচিত ওই রাজ্যের ২ জনকে গ্রেফতার করল পুলিশ। রাজহাটিতেই কাজের খোঁজে এসে তারা সোমবার সকালে গ্রেফতার হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম পৃথ্বীরাজ সাওন্ত এবং অক্ষয় সাওন্ত। টাকা-পয়সার লোভেই দুই পরিচিতকে খুন করার কথা তারা স্বীকার করেছে বলে পুলিশের দাবি।

নিজস্ব সংবাদদাতা
খানাকুল শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০১:০৩
Share: Save:

খানাকুলের রাজহাটিতে সোনার দোকানে কাজ করা মহারাষ্ট্রের দুই যুবককে খুনের ঘটনায় তাঁদেরই পরিচিত ওই রাজ্যের ২ জনকে গ্রেফতার করল পুলিশ। রাজহাটিতেই কাজের খোঁজে এসে তারা সোমবার সকালে গ্রেফতার হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম পৃথ্বীরাজ সাওন্ত এবং অক্ষয় সাওন্ত। টাকা-পয়সার লোভেই দুই পরিচিতকে খুন করার কথা তারা স্বীকার করেছে বলে পুলিশের দাবি।

গত ২০ মার্চ রাতে জোড়া খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ আততায়ীদের চিহ্নিত করে। তারপরেই সোনার দোকানের মালিকের সহায়তায় কাজ দেওয়ার ফাঁদ পেতে তাদের রাজহাটিতে ডেকে আনা হয়। মঙ্গলবার ধৃতদের আরামবাগ আদালতে তোলা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মার্চ সকালে খানাকুলের রাজহাটির একটি বাড়িতে ভাড়া থাকা মহারাষ্ট্রের দুই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। সোনার কাজের সঙ্গে যুক্ত দুই যুবক তানজিশঙ্কর পাওয়ার এবং অক্ষয় অনিল মোড়ে ওরফে রাম সিংহকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে ঘা মেরে খুন করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পাশের ঘরে ভাড়া থাকা এক যুবককে আটক করে পুলিশ। ডেকে পাঠানো হয় সোনার দোকানের মালিক, মহারাষ্ট্রেরই অনিল মোড়েকে।

পুলিশ জানায় ধৃতেরা অতীতে রাজহাটির ওই দোকানেই কাজ করত। মার্চ মাসের ২০ তারিখে তারা রাজহাটি এসে একই জায়গার বাসিন্দা দুই যুবকের ভাড়া ঘরে ওঠে। রাত তখন প্রায় ১১টা। ওই দুই যুবকের হেফাজতে থাকা সোনা, টাকা লুঠ করতেই তাদের খুন করা হয় বলে পুলিশ তদন্তে জেনেছে। যদিও নিহত দুই যুবকের কাছে তেমন কিছুই মেলেনি। খুনের পরে রাতেই খালি হাতে এলাকা ছাড়ে দুই আততায়ী।

পাশের ঘরে ভাড়া থাকা দম্পতি টের পেয়েছিলেন, ওই ঘরে দু’জন ছাড়াও একই ভাষায় কথা বলছে আরও লোক। সেই সূত্র ধরেই তদন্ত এগোয় বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murder khanakul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE