গভীর রাতে এক হোটেল-মালিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। সোমবার হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর পূর্বপাড়ায় ওই ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে পুলিশ গ্রেফতারও করেছে।
নিহতের নাম বাবলু খাঁ (৪৮)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। ধৃতদের নাম গৌতম দত্ত ওরফে কেটো, গৌর বিশ্বাস এবং সোহম রায় ওরফে পিকু। তিন জনেই শেওড়াফুলির শ্যাম কলোনির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিয়ারাপুর পূর্বপাড়ায় দিল্লি রোডের ধারেই বাড়ির অদূরে ছোট একটি হোটেল চালাতেন বাবলুবাবু। সোমবার রাত পৌনে একটা নাগাদ তিন দুষ্কৃতী হোটেলে এসে বাবলুবাবুকে বাইরে ডাকে। অভিযোগ, এর পরেই সামনে থেকে তাঁকে গুলি করা হয়। বাবলুবাবুর বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন। গুলির শব্দে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। দুষ্কৃতীরা পালায়। বাবলুবাবুকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছু ক্ষণের মধ্যে সেখানেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠায় পুলিশ। মঙ্গলবার নিহতের ছেলে দেবাশিস খাঁ শ্রীরামপুর থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। তদন্তকারী পুলিশ অফিসারদের কাছে নিহতের বাড়ির লোকেরা জানান, মদ কেনা নিয়ে মাস কয়েক আগে কেটো, গৌর এবং পিকুর সঙ্গে বচসা হয়েছিল বাবলুবাবুর। তারা হোটেলে ভাঙচুরও চালায়। ওই ঘটনার জেরেই ওই ব্যবসায়ীর উপর তারা হামলা করল বলে ওই পরিবারের অভিযোগ। এফআইআরের ভিত্তিতেই মঙ্গলবার ওই তিন জনকে পুলিশ গ্রেফতার করে। জেলা পুলিশের এক কর্তা বলেন, “তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। সব দিক খোলা রেখে তদন্ত করা হচ্ছে।”