Advertisement
১৭ জুন ২০২৪

পণ না পেয়ে বধূকে খুনের অভিযোগ, ধৃত স্বামী-সহ ৪

ফ্ল্যাট কিনেছিলেন ননদ। তার দাম বাবদ ১০ লক্ষ টাকা পণ চাওয়া হয়েছিল। সেই টাকা না পেয়ে বধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ননদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চণ্ডীতলার কৃষ্ণরামপুরে। নিহতের নাম রিনা বেগম (২৭)। এসডিপিও (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস জানান, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

রিনা বেগম।

রিনা বেগম।

নিজস্ব সংবাদদাতা
চণ্ডীতল‌া শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ০১:৫০
Share: Save:

ফ্ল্যাট কিনেছিলেন ননদ। তার দাম বাবদ ১০ লক্ষ টাকা পণ চাওয়া হয়েছিল। সেই টাকা না পেয়ে বধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ননদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চণ্ডীতলার কৃষ্ণরামপুরে। নিহতের নাম রিনা বেগম (২৭)। এসডিপিও (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস জানান, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, আন্দুলের আরাগুড়ি গ্রামের রিনার সঙ্গে কৃষ্ণরামপুরের শেখ আলিয়ার বিয়ে হয় বছর আটেক আগে। দম্পতির এক ছেলে এবং এক মেয়ে। আলিয়ার কলকাতায় বাদ্যযন্ত্র বিক্রির দোকান। তিনি গাড়িও ভাড়া দেন। রিনার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে অত্যাচার হত। সোমবার রাতে রিনার শ্বশুর শেখ ইসমাইল তাঁর বাপের বাড়িতে ফোন করে জানান, রিনা মারা গিয়েছেন। মঙ্গলবার ভোরে তাঁর আত্মীয়-স্বজনেরা এসে দেখেন, দেহ মেঝেতে পড়ে আছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। বধূর বাবা শেখ সুলেমানের অভিযোগের ভিত্তিতে পুলিশ রিনার স্বামী আলিয়া, শ্বশুর ইসমাইল, শাশুড়ি মমতাজ এবং ননদ ফিরোজা বেগমকে গ্রেফতার করে।

সুলেমান বলেন, “বিয়ের পরে জামাইকে গাড়ি কিনে দিয়েছি। এক বার ২ লক্ষ টাকা দিয়েছি। মাস খানেক ধরে ওরা আমার কাছে ১০ লক্ষ টাকা চাইছিল। জামাইয়ের বোন পার্ক সার্কাসে ফ্ল্যাট কিনেছে। সেই টাকা শোধ করার জন্য ওরা ওই টাকা চায়। কিন্তু অতগুলো টাকা জোগাড় করে উঠতে পারিনি।”

তৃণমূলে যোগ। সোমবার সন্ধ্যায় ডোমজুড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অঞ্চল তৃণমূলের এক অনুষ্ঠানে সিপিএমের শ’খানেক নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন বলে শাসক দলের দাবি। সিপিএমের বক্তব্য, যারা তৃণমূলে যোগ দিয়েছে, তাদের সঙ্গে সম্প্রতি দলের সম্পর্ক ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murder rina begam chanditala dauri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE