Advertisement
E-Paper

রাস্তা তৈরি নিয়ে বিবাদ, গণপিটুনিতে মৃত্যু যুবকের

একটি ইটের রাস্তা তৈরি নিয়ে বিবাদের জেরে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। গোলমালে জখম হন তিন জন। বুধবার রাতে ঘটনাটি ঘটে উস্তির আলমপুরের লস্করপাড়ায়। মৃতের নাম ইন্তাজুল লস্কর (২৪)। আলমপুর গ্রামেই তাঁর বাড়ি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৪ ০১:৩৪

একটি ইটের রাস্তা তৈরি নিয়ে বিবাদের জেরে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। গোলমালে জখম হন তিন জন। বুধবার রাতে ঘটনাটি ঘটে উস্তির আলমপুরের লস্করপাড়ায়। মৃতের নাম ইন্তাজুল লস্কর (২৪)। আলমপুর গ্রামেই তাঁর বাড়ি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা মহসিন লস্কর ওই দিন বিকেলে সংশ্লিষ্ট দোয়ারক পঞ্চায়েতের তরফে সুপারভাইজার হিসেবে ইন্তাজুলের বাড়ির সামনের রাস্তায় ১০০ দিনের কাজ প্রকল্পে ইট পাতার কাজের তদারক করছিলেন। সেই কাজে তাঁর জমি দখল করা হয়েছে, এই অভিযোগ তোলেন ইন্তাজুল। এ নিয়ে মহসিনের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। গ্রামবাসীরা তখনকার মতো বিষয়টি মিটিয়ে দেন। কিন্তু এই ঘটনার জেরে সন্ধ্যায় মহসিন বাজার থেকে ফেরার সময়ে ইন্তাজুল ধারাল অস্ত্র নিয়ে মহসিনের উপরে চড়াও হয়ে তাঁকে কোপ মারেন বলে অভিযোগ। জড়ো হয়ে যান গ্রামবাসীরা। শুরু হয় ইন্তাজুলকে মারধর। ইন্তাজুলকে উদ্ধার করতে এসে তাঁর বাবা সামসুল মা রাবেয়া বিবিও প্রহৃত হন বলে অভিযোগ। গ্রামবাসীদেরই একাংশ জখম চার জনকে স্থানীয় বাণেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ইন্তাজুলের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। রাতেই তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, ইন্তাজুলের বিরুদ্ধে খুন-সহ বেশ কিছু অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। গণপিটুনিতে হত্যার ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। দেহটি ময়না-তদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে।

usthi intazul laskar 100 days work baneswarpur hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy