Advertisement
০৪ মার্চ ২০২৪
Fire

Market fire: ধূপগুড়ির সুপার মার্কেটে ভয়াবহ আগুন, পর পর সিলিন্ডার বিস্ফোরণ, ছাই এক ডজন দোকান

দমকল সূত্রে খবর, বাজারের বন্ধ হোটেলে প্রথম আগুন লাগে। সিলিন্ডার ফেটে যাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বন্ধ সব্জির দোকানে ও কয়েকটি হোটেলে। সেখানেও আগুনের তাপে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতেই পরিস্থিতি আরও জটিল হয়। অন্তত ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ২২:০৩
Share: Save:

ধূপগুড়ি সুপার মার্কেটে বিধ্বংসী আগুন। সম্পূর্ণ ভস্মীভূত ১২টি দোকান। আহত ৪। বন্ধ দোকানে পর পর সিলিন্ডার বিস্ফোরণ। আগুন নেভোনোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

শনিবার সন্ধ্যায় আচমকাই সুপার মার্কেটের রেগুলেটেড মার্কেট কমিটির অফিসের পাশের একটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন ব্যবসায়ীরা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। বন্ধ দোকানের ভিতর থেকে বিকট শব্দে একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। আগুন বিধ্বংসী চেহারা নেয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। আগুনের খবর করতে গিয়ে স্থানীয় তিন জনের পাশাপাশি আহত হয়েছেন এক সংবাদকর্মীও। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাজারের পাশের মাঠেই চলছে দোলের মেলা। আগুনের লেলিহান শিখা মেলার দোকানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। হুড়োহুড়ি পড়ে যায়। তবে মেলায় আগুন ছড়ায়নি। আগুন নেভোনোর কাজে দমকলের সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়েরা। অন্তত ১২টি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আরও কয়েকটি দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে।

দমকল সূত্রের খবর, বাজারের বন্ধ হোটেলে প্রথম আগুন লাগে। সিলিন্ডার ফাটায় তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বন্ধ সব্জির দোকানে ও কয়েকটি হোটেলে। সেখানেও আগুনের তাপে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতেই পরিস্থিতি আরও জটিল হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE