কলকাতা বইমেলায় নানা বার্তাকে সামনে রেখে বইয়ের বিপণি খুলল বিভিন্ন রাজনৈতিক দল। বইমেলায় বুধবার বিজেপির মুখপত্রের স্টল উদ্বোধন করেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন শমীক ভট্টাচার্য, ইন্দ্রনীল খাঁ, পাপিয়া অধিকারী-সহ অন্যেরা। স্টলে বইপত্রের পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে।
বিজেপির মুখপত্রের স্টলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্য নেতারা। —ফাইল চিত্র।
সুকান্তের বক্তব্য, “আমরা শ্রেণি-শত্রু ভাবনায় বিশ্বাস করি না। যাঁরা আদর্শগত ভাবে আমাদের বিরোধী, তাঁদেরও স্টলে স্বাগত জানাচ্ছি।” পাশাপাশি, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মরণে নিজেদের স্টলের নামকরণ করেছে কংগ্রেস। মনমোহনের কর্মজীবনের বিভিন্ন পর্বের ছবির সঙ্গেই, ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’, এই স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে স্টল। উদ্বোধন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ছিলেন দলের বাংলায় এআইসিসি-র সহ-পর্যবেক্ষক অম্বা প্রসাদ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য-সহ অন্যেরা। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের মুখপত্রের স্টল উদ্বোধন করেছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। আর জি করের নিহত নির্যাতিতার স্মরণে লাগাতার আন্দোলন এবং শিক্ষাক্ষেত্রের নানা দাবিদাওয়ার বিষয়ে বার্তার কথা তাদের স্টলে তুলে ধরেছে এসএফআই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)