বিভিন্ন দাবিকে সামনে রেখে আগামী ৯ জুলাই দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। তার পাশাপাশি গাজ়ায় ইজ়রায়েলের হামলার প্রতিবাদে এবং প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানাতে ৬ থেকে ১২ জুলাই, গোটা সপ্তাহ জুড়ে ভারত-সহ বিশ্ব জুড়ে ডিজিটাল ধর্মঘট (‘সাইলেন্স ফর গাজ়া’) পালন করছে বামপন্থী-সহ বিভিন্ন সংগঠন। তাকে সমর্থন জানিয়েছে সিপিএম-ও। প্রতিবাদের পন্থা হিসেবে এই ‘ধর্মঘট’ অভিনব। বিভিন্ন সংগঠনের অভিযোগ, গাজ়ায় লাগাতার হামলা চালানোর জন্য ইজ়রায়েলকে বৃহৎ পুঁজির সংস্থাগুলি নানা ভাবে সহযোগিতা করেছে। এই বক্তব্যের সমর্থনে সংগঠনগুলি রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টকেও হাতিয়ার করেছে। এমন প্রেক্ষিতে ইজ়রায়েল এবং ওই সব সংস্থাগুলির বিরুদ্ধে ডিজিটাল-প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে চলতি সপ্তাহে প্রতিদিন রাত ৯টা থেকে আধ ঘণ্টা মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, সমাজমাধ্যম ব্যবহার বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। কর্মসূচিকে সমর্থন করে সিপিএমের পলিটব্যুরোর বক্তব্য, ‘বৃহৎ পুঁজির সংস্থাগুলি আমাদের ডিজিটাল যন্ত্র ব্যবহার এবং তার সক্রিয়তা থেকে মুনাফা অর্জন করে ও গণহত্যাকেও প্রশ্রয় দেয়। তাই নির্ধারিত সময়ে আধ ঘণ্টা মোবাইল বন্ধ রাখাটা ছোট হলেও শক্তিশালী ডিজিটাল প্রতিবাদ।’ বিভিন্ন সংগঠনের আশা, এই কর্মসূচির ফলে ইজ়রায়েলের অর্থের জোগান কিছুটা হলেও রুখে দেওয়া যাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)