Advertisement
০৩ মে ২০২৪
Dilip Ghosh

চাকলায় ‘গো ব্যাক’ দিলীপকে

স্থানীয় তৃণমূল নেতা সন্দীপকুমার পালিতকে এদিন ভিড়ের মধ্যে দেখা গিয়েছে। তিনি বলেন, ‘‘বিজেপির লোকজন আমাদের নেত্রীকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) জয় শ্রীরাম বলেছিল। আমরা তার বদলা নিলাম।’’

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
চাকলা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ০৬:৩১
Share: Save:

‘গো ব্যাক’ ধ্বনি শুনতে হল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। শনিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দিলীপ। মন্দিরের গেটে লোকজন ভিড় করেছিল। দিলীপের কনভয় ঘিরে ‘গো ব্যাক’ ধ্বনি ওঠে। ‘জয় বাংলা’ ধ্বনিও শোনা যায়। তবে কারও হাতে কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। দিলীপ মন্দিরে ঢুকে পুজো দেন। বেরোনোর সময়েও একই কাণ্ড। তবে পুলিশ দিলীপের কনভয় বার করে দেয়। দিলীপ পরে বলেন, ‘‘মন্দিরে ঢোকার সময়ে দু’টো লোক দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল। বেরোনোর সময়ে একটা লোক ছিল। ফলে বোঝাই যাচ্ছে, এ সব কারা করেছে। ওদের শক্তি কমছে। তাই এই সব করছে।’’

স্থানীয় তৃণমূল নেতা সন্দীপকুমার পালিতকে এদিন ভিড়ের মধ্যে দেখা গিয়েছে। তিনি বলেন, ‘‘বিজেপির লোকজন আমাদের নেত্রীকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) জয় শ্রীরাম বলেছিল। আমরা তার বদলা নিলাম।’’ স্লোগান দিতে দেখা যায় মিখাইল হোসেনকে। তিনি পরে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম পছন্দ করেন না। তবুও তাঁকে বলা হয়। আমরা জয় বাংলা ধ্বনি দিয়েছি। দিলীপ ঘোষ গো ব্যাক ধ্বনি দিয়েছি বদলা নিতে।’’

তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ বিষয়ে বলেন, ‘‘দিলীপ ঘোষকে ঘিরে সাধারণ মানুষ, যাঁরা একশো দিনের প্রকল্পে কাজ করে টাকা পাননি, তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন।’’

এ দিন হাবড়ায় দলের কর্মসূচিতে গিয়েছিলেন দিলীপ। সেখানে বলেন, ‘‘আমরা চাই রাজ্যে পরিবর্তনের শুরুটা হোক পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত ঘুঘুর বাসা। সব থেকে বেশি টাকা আসে পঞ্চায়েতে। কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে টাকা পাঠায়। আর পঞ্চায়েতে সেই টাকা লুট হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh Chakla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE