Advertisement
০৬ মে ২০২৪

নিরাপত্তা বাড়ল দিলীপ ঘোষের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় সরকার। এত দিন দিলীপবাবু ওয়াই ক্যাটেগরির নিরাপত্তায় তিন জন সশস্ত্র দেহরক্ষী পেতেন।

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৩
Share: Save:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় সরকার। এত দিন দিলীপবাবু ওয়াই ক্যাটেগরির নিরাপত্তায় তিন জন সশস্ত্র দেহরক্ষী পেতেন। এক জন তাঁর সঙ্গে থাকতেন। অন্য দু’জন থাকতেন তাঁর বাড়িতে। এখন দিলীপবাবুর নিরাপত্তা বেড়ে হল ওয়াই প্লাস ক্যাটেগরির।

এখন থেকে তিনি সর্বোচ্চ ৯ জন সশস্ত্র দেহরক্ষী পাবেন। চার জন থাকবেন তাঁর সঙ্গে, চার জন থাকবেন তাঁর বাড়িতে এবং এক জনকে দেওয়া হবে প্রয়োজনে। দিলীপবাবুর গাড়ির উপর সাম্প্রতিক কালে বেশ কয়েক বার হামলা হয়েছে। কয়েক দিন আগে কাঁথিতে তাঁর গাড়িতে হামলা হয়।

এই সব ঘটনার প্রেক্ষিতেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র দিলীপবাবুর নিরাপত্তা বাড়াল বলে মনে করছে রাজ্য বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh Security দিলীপ ঘোষ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE