বন্ধ চারকোল কারখানার কোন ঘেঁষে কলাবাগান, এলোমেলো আগাছার ঝোপ আর, বর্ষায় হুহু করে বেড়ে ওঠা আগাছা।
বুধবার সেই কারখানায় পা রেখে সিআইডি’র গোয়েন্দারা সেই কলাবাগান লাগোয়া ঝোঁপেই খুঁজে পেলেন আধ পোড়া এক গোছা কাগজ। এ দিন, বিকেলে সিআইডি’র গোয়েন্দাদের সঙ্গে ছিলেন স্থানীয় থানার পুলিশ। ঝোপের দিকে এগিয়ে যেতেই তাঁদের চোখে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু কাগজ। কি এমন কাগজ যা পুড়িয়ে ফেলতে হল?
সিআইডি সূত্রে জানা গিয়েছে, কাগজে যে বেশ কিছু নথি ছিল এবং তা পুড়িয়ে পেলা হয়েছে, চিনাদের জেরা করেই তার আভাস পেয়েছিল সিআইডি। এ দিন কারখানায় গিয়ে সিআইডি সটান চলে গিয়েছিল বেড়ার ধারে কলা বাগানের কাছে। তার পর, প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি তা পুড়িয়ে ফেলা হয়। পুলিশের অনুমান, কারখানার মেশিন সরিয়ে নেওয়ার রাতে তুষার অগ্রবালের তত্ত্বাবধানেই ওই কাজ হয়েছে।