Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Forward Bloc

Forward bloc: কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের ডাক

ফ ব নেতৃত্বের বক্তব্য, ব্যাঙ্ক-সহ নানা ক্ষেত্রকে জাতীয়করণের কথা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, পরিকল্পনা করেছিলেন যোজনা কমিশনের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ০৭:৫৯
Share: Save:

কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ ও কৃষি নীতির বিরুদ্ধে পরপর দু’দিন জোড়া প্রতিবাদের ডাক দেওয়া হল শহরে। ন্যাশনাল মানিটাইজ়েশন পাইপলাইন (এনএমপি) প্রকল্পের নামে নরেন্দ্র মোদীর সরকার দেশের সম্পদকে বেচে দিতে চাইছে এবং খনি, প্রতিরক্ষা, রেল, বিমা-সহ নানা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বিলগ্নিকরণ করছে, এই অভিযোগকে সামনে রেখে আজ, বৃহস্পতিবার বিক্ষোভ-অবস্থানের ডাক দিয়েছে ফরওয়ার্ড ব্লক। ফেয়ারলি প্লেসে ওই বিক্ষোভ হবে। ফ ব নেতৃত্বের বক্তব্য, ব্যাঙ্ক-সহ নানা ক্ষেত্রকে জাতীয়করণের কথা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, পরিকল্পনা করেছিলেন যোজনা কমিশনের। মোদী সরকার মুখে নেতাজির নাম করছে কিন্তু কাজে উল্টো পথে হাঁটছে! কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। সেই ধর্মঘটের সমর্থনে এবং কেন্দ্রের নীতির প্রতিবাদে কাল, শুক্রবার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে কনভেনশনের ডাক দিয়েছে কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির রাজ্য শাখা। এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষও ২৭ তারিখের ধর্মঘটকে ‘সর্বাত্মক সফল’ করার আহ্বান জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE