অবশেষে তাপপ্রবাহের হাত থেকে সাময়িক রক্ষা পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশ। গত কয়েক দিন ধরে যে অসহ্য গরমে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, রবিবারের হালকা ঝিরঝিরে বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন শহর ও শহরতলির মানুষেরা।
তবে আবহবিদরা বলছেন, আকাশ মেঘলা থাকার কারণে এতে স্বস্তির থেকে অস্বস্তিই বাড়বে বেশি। এই বৃষ্টি যে বর্ষার নয় সেটাও জানিয়েছেন তাঁরা। প্রবল গরমের জন্য জলীয় বাষ্প হালকা হয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে স্থানীয় ভাবে মেঘ তৈরি হচ্ছে। আর সেই মেঘ যেখানে যেখানে জমছে সেখানেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এ দিন দক্ষিণবঙ্গের যে সব অংশে বৃষ্টি হয়েছে তার পিছনে এটাই কারণ বলে জানিয়েছেন আবহবিদরা।
মৌসুমি বায়ু দুর্বল। সাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপও নেই। তার ফলে বিহার-ঝাড়খণ্ড থেকে গরম হাওয়া ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে গত কয়েক দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ হু হু করে বেড়েছে। গত দু’দিনে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি বেশি। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপপ্রবাহ। ফলে এই দুইয়ের প্রভাবে নাজেহাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ।