মন্দিরের ভিতর যাওয়ার জন্য লম্বা লাইন পড়েছে পুণ্যার্থীদের। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল লাইনটি। হঠাৎ দর্শনার্থীরা অদ্ভুত আচরণ করতে শুরু করলেন। মন্দিরে ঢোকার মুখে ‘মেটাল ডিটেক্টর’ লাগানো ছিল। মন্দিরে ঢোকার আগে সেই যন্ত্রে ভুলবশত হাত দিয়ে ফেলেছিলেন এক ব্যক্তি। তাঁকে অনুসরণ করে সকলেই একই ভাবে যন্ত্রে প্রণামের ভঙ্গিতে হাত ঠেকিয়ে তার পর মন্দিরে ঢোকা শুরু করলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দীপেশ পটেল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পুণ্যার্থীরা মেটাল ডিটেক্টর যন্ত্রে প্রণামের ভঙ্গিতে হাত ঠেকিয়ে তার পর মন্দিরে ঢুকছেন। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, মন্দিরে ঢোকার সময় এক ব্যক্তির মুখের সামনে মাছি উড়ে বেড়াচ্ছিল।
মাছি তাড়াতে গিয়ে কোনও ভাবে যন্ত্রের গায়ে হাত লেগে যায় তাঁর। তার পর মন্দিরে ঢুকে যান তিনি। ওই ব্যক্তির পিছনে দাঁড়িয়ে থাকা অন্য পুণ্যার্থীরা ভেবেছিলেন যে, যন্ত্রকে প্রণাম করে মন্দিরে প্রবেশ করাই রীতি। ভক্তি সহকারে সকলে মিলে যন্ত্রের গায়ে হাত দিয়ে তার পরেই মন্দিরে ঢুকতে শুরু করলেন। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির রোল উঠে যায় নেটপাড়ায়। এক জন মজা করে নেটাগরিক লিখেছেন, ‘‘জড় বস্তু বলে কি তার ভিতর ঈশ্বর নেই! মনে ভক্তি থাকাই আসল।’’ আবার এক জন লিখেছেন, ‘‘অন্ধ ভাবে অন্য লোককে অনুসরণ করলে এমনই হয়।’’