একই দিনে শহরে সমাবেশ করবে সিপিএমের দুই গণসংগঠন। আগামী ১৫ সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে সমাবেশ করবে এসএফআই। তাদের সর্বভারতীয় জাঠা কর্মসূচির মাঝেই কলেজ স্ট্রিটের সমাবেশে মূল বক্তা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমানে সিপিএমের পলিটব্যুরো সদস্য বিমান বসু। সেই দিনই বাম যুব সংগঠনগুলির সমাবেশ হবে ধর্মতলায়। রাজ্যে দু’কোটি বেকারের কর্মসংস্থানের দাবি ও রাজ্য সরকারের ৮৮ লক্ষ চাকরির ‘ভুয়ো দাবি’র প্রতিবাদে এবং গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে ওই সমাবেশে মূল বক্তা সিপিএমের আর এক পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। কলেজ স্ট্রিটের সভা শেষে ছাত্র-যুবদের একটি মিছিল এসে মিশবে ধর্মতলার সমাবেশস্থলে। তার আগে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার ও কাল, বৃহস্পতিবার সব জেলা সদরে চলছে অবস্থান। ‘হোয়্যার ইজ মাই জব’— এই প্রশ্ন তুলে জেলায় জেলায় অবস্থানে বসেছেন সিপিএমের যুব কর্মীরা।