রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দুপুর থেকে বন্ধ করা হল দুর্গাপুর সেতু দিয়ে সমস্ত রকম যান চলাচল। ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে আগামী কাল, সোমবার সকাল ৬টা পর্যন্ত। সেতু বন্ধ থাকাকালীন গাড়ির চাপ যাতে চেতলা এবং নিউ আলিপুরের রাস্তায় খুব বেশি না থাকে, তার জন্য বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল হচ্ছে শনিবার দুপুর থেকেই। পুলিশের দাবি, এ দিন সেতু বন্ধ হওয়ার পরে তেমন ভাবে যানজটের কবলে পড়তে হয়নি ওই এলাকা দিয়ে চলাচল করা গাড়িগুলিকে।
নিউ আলিপুর এবং চেতলাকে যুক্ত করেছে দুর্গাপুর সেতু। ওই সেতু দিয়ে খুব সহজেই আলিপুর, রাসবিহারী মোড় ও চেতলা থেকে নিউ আলিপুর বা বেহালায় পৌঁছে যাওয়া যায়। পুলিশ জানিয়েছে, এ দিন ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ হওয়ার পরে নিউ আলিপুর এবং বেহালামুখী যানবাহন চেতলার প্যারীমোহন রায় রোড, শ্যাম বসু রোড হয়ে চেতলা লকগেট সেতু দিয়ে চলেছে। আবার নিউ আলিপুর থেকে যে সব গাড়ি আলিপুর বা চেতলা যেতে চাইছে, সেগুলিকে স্টেশন রোড দিয়ে চেতলা লকগেট সেতু হয়ে পাঠানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, এ ছাড়াও মাঝেরহাট সেতু ও টালিগঞ্জ সার্কুলার রোড দিয়েও ঘুরপথে গাড়ি চলছে।
গত ডিসেম্বরে ওই সেতুর নীচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তাতে সেতুর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও দেখা হবে সেতুর ‘লোড টেস্ট’ এবং রক্ষণাবেক্ষণের সময়ে। উল্লেখ্য, অগ্নিকাণ্ডের পর থেকে ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)