Advertisement
E-Paper

শীঘ্রই এসি লোকাল ছুটবে শিয়ালদহ-রানাঘাট লাইনে! কী বিশেষত্ব এই ট্রেনের? ভাড়াই বা কত, জানাল রেল

বাইরে থেকে দেখতে একেবারে মেট্রোর মতো। ভিতরটাও মেট্রোর আদলেই তৈরি। শীঘ্রই শিয়ালদহ-রানাঘাট লাইনে ছুটবে এসি লোকাল। সেই ট্রেনের ভাড়া কত হবে, বুধবার বিবৃতি দিয়ে জানাল রেল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৯:৫৩
এসি লোকাল।

এসি লোকাল। ছবি: ভারতীয় রেল।

বাইরে থেকে দেখতে একেবারে মেট্রোর মতো। ভিতরটাও মেট্রোর আদলেই তৈরি। শীঘ্রই শিয়ালদহ-রানাঘাট লাইনে ছুটবে এসি লোকাল। সেই ট্রেনের ভাড়া কত হবে, বুধবার বিবৃতি দিয়ে জানাল রেল।

আর ঘেমেনেয়ে অফিস যাওয়া নয়। বাড়ি ফেরার সময়ে হন্তদন্ত হয়ে ট্রেন ধরলেও মিলবে ঠান্ডা হাওয়ার পরশ। প্রবল গরমে ট্রেনযাত্রা যাতে একটু সুখকর হয়, তা নিশ্চিত করতেই বাংলায় এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। দেশের মধ্যে প্রথম মুম্বইয়ে চালু হয়েছিল এসি লোকাল। পরে চেন্নাইয়ে। এ বার পশ্চিমবঙ্গে। পূর্ব ভারতের মধ্যে এ রাজ্যেই প্রথম এই ট্রেন চালু হতে চলেছে।

রেল জানিয়েছে, এসি ট্রেনের সব কামরাই পূর্ণ বাতানুকূল থাকবে। ১২ কামরার ওই লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। মেট্রোর মতো এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার ব্যবস্থাও থাকবে। থাকবে প্রতিটি কামরায় দু’পাশেই স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। ওই ট্রেনে আসনের সংখ্যা ১১২৮টি। থাকবে সিসি ক্যামেরা এবং জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসরের সুবিধা ছাড়াও মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক থাকবে ওই ট্রেনে। ট্রেনের গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।

শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত এসি লোকালের ভাড়া হবে ৩৫ টাকা। আর মাসিক ৬২০ টাকা। ব্যারাকপুর পর্যন্ত ৬০ টাকা (মাসিক ১২৭৫ টাকা)। নৈহাটি এবং রানাঘাট পর্যন্ত যথাক্রমে ৯০ এবং ১২০ টাকা (মাসিক যথাক্রমে ১৮১০ এবং ২৪৩০ টাকা)।

AC Local
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy