Advertisement
০১ মে ২০২৪
state news

সারদা মামলায় নলিনী চিদম্বরমকে তলব ইডির

সারদা তদন্তে এর আগেই নাম উঠেছিল হেভিওয়েট কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনীর নাম। আইনজীবী হিসেবে তিনি ১ কোটি ২৬ লাখ টাকা নিয়েছিলেন সারদা গোষ্ঠীর কাছ থেকে।

নলিনী চিদম্বরম।—ফাইল চিত্র।

নলিনী চিদম্বরম।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ১২:২৬
Share: Save:

সারদা চিট ফান্ড মামলার তদন্তে নলিনী চিদম্বরমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৭ মে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

সারদা তদন্তে এর আগেই নাম উঠেছিল হেভিওয়েট কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনীর নাম। আইনজীবী হিসেবে তিনি ১ কোটি ২৬ লাখ টাকা নিয়েছিলেন সারদা গোষ্ঠীর কাছ থেকে। ওই গোষ্ঠীর সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের স্ত্রী মনোরঞ্জনা সিংহের সঙ্গে অসমের একটি বৈদ্যুতিন চ্যানেল কেনা নিয়ে চুক্তি হয়েছিল। সেই হাতবদলের সময় মনোরঞ্জনার আইনজীবী হিসেবে নলিনী ওই টাকা নিয়েছিলেন বলে জেরায় ইডিকে জানিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে ইডি তলব করলে নলিনী মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতকে তিনি জানান যে, এক জন আইনজীবী হিসেবেই ওই টাকা নিয়েছিলেন। ইডি তাঁকে জেরা করার জন্য ডাকতে পারে না। যদি প্রয়োজন হয়, তবে সেই তদন্তকারী সংস্থা তাঁকে তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এমনটাই সওয়াল করেছিলেন নলিনী। গত ২৪ এপ্রিল আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। তার পরেই নলিনীকে ফের সমন পাঠায় ইডি। যদিও এখনও পর্যন্ত নলিনীর তরফে ইডি আধিকারিকদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলেই জানিয়েছেন তদন্তকারীরা।

সারদা মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি। কিন্তু, এখনও বেশ কিছু বিষয়ে তদন্তের অবকাশ রয়েছে। কেবল নলিনীকে নয়, সারদা নিয়ে ফের সক্রিয় হবে ইডি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ইডি-র শীর্ষ এক আধিকারিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nalini chidambaram sarada case chit fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE