উত্তরবঙ্গে বিপর্যয়ের পরে আট দিন কেটে গেলেও এখনও খোঁজ নেই ডায়মন্ড হারবারের দক্ষিণ কামারপোলের বাসিন্দা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিমাদ্রি পুরকাইতের।
টানা কয়েক দিন পাহাড়ে তল্লাশি অভিযানের পরেও তাঁর সন্ধান না মেলায় হতাশ হয়েই বাড়ি ফিরে এসেছেন তাঁর পরিবারের সদস্যেরা। তবে এখনও হাল ছাড়েননি বন্ধুরা। তাঁর খোঁজে সুখিয়াপোখরিতেই রয়ে গিয়েছেন কয়েক জন। আগামী কয়েক দিন তাঁরা সোনাদা-সহ বালাসন উপত্যকার বিভিন্ন জায়গায় হিমাদ্রির খোঁজ চালাবেন বলে জানা গিয়েছে।এখনও পর্যন্ত তল্লাশিতে হিমাদ্রির একটি জামাই শুধু মিলেছে। সোনাদায় যে হোমস্টের বাইরে তাঁবুতে তিনি ছিলেন, তার কাছে ছিল জামাটি। লেখাপড়ার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন হোমস্টের সঙ্গে তিনি কাজ করছিলেন বলে জানা গিয়েছে।
ঘটনাস্থল থেকে ফিরে হিমাদ্রির দাদা প্রিয়ব্রত বলেন, ‘‘ভাইয়েরবন্ধুরা এখনও ওখানে আছে। ওর খোঁজখবর করছে। তবে পাহাড়ের যা পরিস্থিতি দেখলাম, তাতে আদৌ ভাইয়ের খোঁজ মিলবে কিনা, বুঝতে পারছি না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)