বিধি অনুযায়ী বর্ষাকালে বন্ধ হতে চলেছে রাজ্যের আটটি অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। প্রবেশ করতে পারবেন না পর্যটকেরা। বন্ধ থাকবে জঙ্গল সাফারিও। এই মর্মে নির্দেশিকা জারি করেছে বন দফতর।
আরও পড়ুন:
চলতি বছরে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। নিয়ম মেনে আগামী ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়ে যেতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের দরজা। ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পযর্ন্ত রাজ্যের পাঁচটি জাতীয় উদ্যান এবং তিনটি অভয়ারণ্য বন্ধ থাকবে। তালিকায় রয়েছে সিঙ্গালিলা, নেওড়া ভ্যালি, গরুমারা, জলদাপাড়া এবং বক্সা জাতীয় উদ্যান। এ ছাড়া, সেঞ্চল, মহানন্দা ও চাপড়ামারি অভয়ারণ্যও বন্ধ রাখা হবে। ওই তিন মাসের মধ্যে পর্যটকদের বনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। বন্ধ থাকবে জঙ্গল সাফারিও। তবে গোরুমারার মূর্তি জঙ্গল ক্যাম্প এবং রাজাভাতখাওয়ার বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পর্যটকদের জন্য খোলা থাকবে। খোলা থাকবে সেঞ্চলের মধ্যে দিয়ে জোড়বাংলো হয়ে টাইগার হিল ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার রাস্তাও।
আরও পড়ুন:
প্রসঙ্গত, রাজ্য ও দেশের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান প্রতি বছর ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়। মূলত বন্যপ্রাণীদের প্রজননের সময় বর্ষাকাল। বর্ষার সময় সবুজ বনাঞ্চল যেন সারা বছরের রসদও সঞ্চয় করে নেয়। সে জন্যই এই সময় বন দফতর মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। তাই প্রতি বছরের মতো এ বারেও জঙ্গল বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিল বন দফতর।