Advertisement
E-Paper

ধর্মতলার সমাবেশ মঞ্চে বক্তৃতা ‘বাছাই’ আট জনের, কে পেলেন কত নম্বর? ভাষণ বিশ্লেষণ করে নম্বর দিল আনন্দবাজার ডট কম

কর্মী-সমর্থকদের গা-গরম করে দেওয়ার মতো ভাষণ কখনও দিতে দেখা যায় না বক্সীকে। সোমবার ধর্মতলার মঞ্চ থেকে যে ভাষণ দিলেন, তাতে ছিল দলের ‘দায়িত্বশীল অভিভাবকে’র কণ্ঠস্বর। ছিল ‘শহিদ দিবসে’র তাৎপর্যের প্রতি শ্রদ্ধার প্রকাশও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ২১:১০
Eight speakers except Mamata and Abhishek at Martyr’s Day programme of AITC, Who scores how much marks

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিধানসভা নির্বাচনের আগে শেষ শহিদ দিবস সমাবেশ তৃণমূলের। কাজেই তার ‘গুরুত্ব’ অন্যান্য বারের চেয়ে খানিক বেশিই। বিপুল জনসমাগমের সামনে ধর্মতলার মঞ্চ থেকে ভাষণ দিলেন মোট ১০ জন। তাঁদের মধ্যে এক জন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য জন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের ছাড়া যে বাকি আট জন ভাষণ দিলেন, তাঁদের কাউকে বাছা হয়েছিল সাংগঠনিক গুরুত্বের নিরিখে। কাউকে রাজনৈতিক ‘হাতিয়ারে’ শান দেওয়ার জন্য। কেউ নেত্রীর ‘ঘনিষ্ঠ’ রাজনৈতিক সহকর্মী হিসাবে। কেউ মতুয়া সমাজ, জনজাতি সমাজের প্রতিনিধি হিসাবে। আবার কেউ ভিন্‌রাজ্যের নেতা তথা তৃণমূলের ‘সর্বভারতীয়’ পদচিহ্নের প্রতীক।

কার ভাষণ কেমন হল? ১০ নম্বরে কে কত পেলেন? মার্কশিট তৈরি করল আনন্দবাজার ডট কম। যে ক্রম অনুযায়ী তাঁরা বক্তৃতা করেছেন, সেই ক্রমানুযায়ীই তাঁদের প্রাপ্ত নম্বর রইল নীচের তালিকায়। তবে এই তালিকায় প্রত্যাশিত ভাবেই রাখা হয়নি তৃণমূলের দুই ‘তারকা’ বক্তা মমতা এবং অভিষেককে।

Eight speakers except Mamata and Abhishek at Martyr’s Day programme of AITC, Who scores how much marks

খুব যে দারুণ বলেন, তেমন নয়। তবে বরাবরই দলের রাজ্য সভাপতি সুব্রত ২১ জুলাই সমাবেশের প্রথম বক্তা থাকেন। এ বারেও তা-ই ছিলেন। এই তারিখের পটভূমিকা এবং তৃণমূল প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে বলার মতো তাঁর চেয়ে প্রবীণতর আর কেউ সম্ভবত তৃণমূলে এখন নেই। দেশে নাগরিকত্বের প্রমাণ নিয়ে যে বিতর্ক চলছে, সেই প্রসঙ্গে বললেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যে সংগ্রাম করেছিলেন, তার ফলস্বরূপ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সকলে আজ সচিত্র ভোটার পরিচয়পত্র পেয়েছে।’’ প্রবীণ নেতার ভাষণে ‘অভিভাবকে’র স্বর। নির্দেশ দিলেন, নেত্রী নির্বাচন সংক্রান্ত বার্তা দেবেন। তা না শুনে কেউ যেন সভাস্থল না ছাড়েন।

Eight speakers except Mamata and Abhishek at Martyr’s Day programme of AITC, Who scores how much marks

শান্তনু ঠাকুরকে আক্রমণ করতেই অধিকাংশ সময় নিয়ে নিলেন। তোপ দাগলেন এই বলে যে, শান্তনু টাকা নিয়ে ‘মতুয়া কার্ড’ দিচ্ছেন। অথচ সেই কার্ড দেখিয়েও মতুয়ারা হেনস্থার হাত থেকে রক্ষা পাচ্ছেন না। পশ্চিমবঙ্গেও মতুয়াদের গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করে বসলেন। ২০০৩ সালে বাজপেয়ী সরকার ‘কালা আইন’ করেছিল বলে উল্লেখ করলেন। ঘটনাচক্রে, যে বছরে বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! বেগতিক দেখে তাঁর ভাষণ থামাতে ইন্দ্রনীল সেন কর্ডলেস মাইক টেনে নিয়ে সকলকে হাততালি দিতে বললেন।

Eight speakers except Mamata and Abhishek at Martyr’s Day programme of AITC, Who scores how much marks

রাজ্যের বনমন্ত্রী তথা জনজাতি সমাজ থেকে আসা নেত্রী বিরবাহা যেমন সাবলীল ভাবে সাঁওতালিতে বললেন, দেখা গেল তিনি ততটাই স্বচ্ছন্দ বাংলাতেও। তৃণমূলের ‘শহিদ স্মরণ’ সভার বিশাল জমায়েতের সামনে দাঁড়িয়ে অনেক তাবড় নেতারও গলা কেঁপে যায়। কিন্তু বিরবাহার সপ্রতিভ ভঙ্গিতে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। তবে গত বছরও তিনি ২১ জুলাইয়ের সমাবেশে ভাষণ দিয়েছিলেন। সে বারই প্রথম। ফলে আত্মবিশ্বাস অর্জিতই ছিল। ঝাড়খন্ড পার্টির প্রতিষ্ঠাতা নরেন হাঁসদার কন্যার ভাষণে আবার বোঝা গেল, তিনি ছোট থেকে রাজনৈতিক আবহেই বড় হয়েছেন।

Eight speakers except Mamata and Abhishek at Martyr’s Day programme of AITC, Who scores how much marks

অধুনাপ্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতাও রাজনৈতিক আবহেই বেড়ে উঠেছেন। বিরবাহার বাবার চেয়ে সুস্মিতার বাবা সন্তোষমোহনের রাজনৈতিক উচ্চতা খানিকটা বেশিই ছিল। কেন্দ্রে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি। শিলচরের দাপুটে নেতা হিসাবে তাঁকে অসমের মানুষ মনে রাখবেন। তাঁর কন্যা সুস্মিতার বক্তব্যে রাজনৈতিক পরিপক্বতা ছিল। তবে বাংলার বদলে অসম নিয়েই বেশি বললেন। সম্ভবত তাঁকে তেমনই বলা হয়েছিল। আইনের ছাত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দলের রাজনৈতিক লাইন থেকে কোথাও বিচ্যুত হননি। তবে তাঁর ভাষণ জমায়েতকে মাতিয়ে দিয়েছে, এমন নয়।

Eight speakers except Mamata and Abhishek at Martyr’s Day programme of AITC, Who scores how much marks

শহিদ সমাবেশের বিপুল বঙ্গভাষী জনতার কাছে যে ইংরেজি ভাষা দিয়ে পৌঁছোনো যায় না, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মুকুল সাংমা সম্ভবত তা জানতেন না। সে কারণেই তাঁর ভাষণও দাগ কাটতে পারল না। বাংলা দেশের জন্য কী অবদান রেখেছে এবং বাংলার সঙ্গে উত্তর-পূর্বের সম্পর্কের গভীরতার মধ্যে ঘুরপাক খেল তাঁর বক্তৃতা। ঘটনাচক্রে, তাঁর ভাষণ চলাকালীনই সভাস্থলে পৌঁছোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জয়ধ্বনিতে তাঁর কণ্ঠস্বর ডুবে যাওয়ায় কিছুটা আচম্বিতেই সাংমাকে ভাষণ শেষ করতে হল।

Eight speakers except Mamata and Abhishek at Martyr’s Day programme of AITC, Who scores how much marks

উত্তরপ্রদেশের নেতা ললিতেশপতি সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর পৌত্র। গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ভদৌহী থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলেন। জেতেননি। তবে ভাষণে কথা দিলেন, আগামী বার উত্তরপ্রদেশ থেকে তৃণমূলের কোনও না কোনও প্রার্থীকে লোকসভায় অবশ্যই পৌঁছে দেবেন। আরও বললেন, তাঁর আসন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বারাণসীর লাগোয়া। দাবি করলেন, পরের বার বারাণসীতে মোদীর হার নিশ্চিত করবেন! তাতেই বাংলার বিপ্লবী এবং শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।

Eight speakers except Mamata and Abhishek at Martyr’s Day programme of AITC, Who scores how much marks

শহিদ সমাবেশের নিয়মিত বক্তা। তবে যতটা গর্জান, ততটা বর্ষান না। বললেন বটে, ‘‘আজ যে লড়াই হচ্ছে, তা বাঙালির অবমাননার বিরুদ্ধে লড়াই।’’ কিন্তু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করতে গিয়ে ‘পুণ্য হউক, পুণ্য হউক’কে বলে বসলেন ‘পূর্ণ-পূর্ণ’। নজরুলকে উদ্ধৃত করতে গিয়েও সামান্য বিচলন ঘটল। অতুলপ্রসাদকে উদ্ধৃত করতে গিয়ে ‘নানা পরিধান’কে বললেন ‘নানা অভিধান’। বাংলা শব্দ বাছাই করতে গিয়েও খানিক অন্যমনস্কতা দেখা গেল। বঙ্গ বিজেপিকে কটাক্ষ করে ‘ছাগলের তৃতীয় সন্তান’ বাংলা প্রবচনের উপমা টানলেন। কিন্তু ইংরেজিতে বললেন, ‘ছাগলের থার্ড বাচ্চা’!

Eight speakers except Mamata and Abhishek at Martyr’s Day programme of AITC, Who scores how much marks

প্রতিবারই ধর্মতলার শহিদ সমাবেশে অরূপ বিশ্বাস আসেন বাঘের আগে ‘ফেউ’ হয়ে। অর্থাৎ, তিনি ভাষণ শুরু করলেই বোঝা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আসার সময় হয়ে গিয়েছে। সোমবারও তেমনই হল। এর পরের ঘটনাপ্রবাহ— অরূপ মাঝপথে বক্তৃতা থামিয়ে মমতার নামে জয়ধ্বনি দেবেন। সোমবার অবশ্য একধাপ এগিয়ে মমতাকে ‘ভারতের মূক্তিসূর্য’ বলেছেন। এমনিতে অরূপ মমতার বক্তৃতার শ্রুতিধর। বিভিন্ন বিষয়ে মমতা সারাবছর যা বলেন, অবিকল তারই প্রতিধ্বনি অরূপের ভাষণে। বিজেপিকে আক্রমণ, কেন্দ্রের সমালোচনা রইল। আবার মমতা-সুলভ ভঙ্গিতে সকলকে এক বন্ধনীতে টেনে নেওয়াও থাকল। কালীনাম-দুর্গানাম নিয়ে বিজেপিকে যেমন কটাক্ষ করলেন, তেমনই বললেন, ‘‘রামকেও আমরা শ্রদ্ধা করি।’’

21 July Marty's Day 21 July TMC Rally Commemoration Mamata Banerjee West Bengal Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy