ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ আরও ছড়িয়ে দিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আজ, বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) ডেকে পাঠিয়েছে দিল্লির নির্বাচন সদনে। মনে করা হচ্ছে, আরও কিছু রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর।
সবচেয়ে আগে বিহারে এসআইআর হয়েছিল। তার পরে সেখানে হয় বিধানসভা ভোট। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ-সহ আরও ১২টি রাজ্যে এখন এসআইআরের কাজ চলছে। সেগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরী, তামিলনাড়ু এবং কেরলে বিধানসভা ভোট হবে কয়েকমাস পরেই। তৃতীয় দফায় আরও কিছু রাজ্যে এসআইআর শুরু করতে পারে কমিশন। এই দফায় আরও ১২-১৫টি রাজ্যে তা শুরু হতে পারে। তাই সব সিইও-কে ডেকে পাঠানো হয়েছে। কমিশনের একটি সূত্র জানাচ্ছে, যে রাজ্যগুলিতে এসআইআর হয়েছে বা হচ্ছে, সেই রাজ্যগুলির সিইও-রা নিজেদের অভিজ্ঞতা জানাবেন। কী পদ্ধতিতে তাঁরা এই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করছেন, কী সমস্যা হচ্ছে, সমাধানসূত্র বেরোচ্ছে কী ভাবে, ব্যাখ্যা দেবেন তা-ও। সেই কারণে কমিশনের এই বৈঠকের সিদ্ধান্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)