Advertisement
E-Paper

কালীগঞ্জে উপনির্বাচন নিয়ে সক্রিয় কমিশন, আগামী সপ্তাহ থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু

আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের দিন প্রতি বুথে ‘ওয়েব কাস্টিং’ হবে বলেও কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৭:০১
Election commission to deploy central paramilitary forces for the by-election of Kaliganj Assembly constituency, Nadia from next week

প্রতিনিধিত্বমূলক ছবি।

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রাথমিক ভাবে ১৮-২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছোবে বলে সোমবার কমিশন সূত্রে জানা গিয়েছে।

কালীগঞ্জের উপনির্বাচনের দিন প্রতি বুথে ‘ওয়েব কাস্টিং’ হবে বলেও কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই সূত্র জানাচ্ছে। প্রসঙ্গত, কালীগঞ্জ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে আগামী ১৯ জুন (বৃহস্পতিবার) উপনির্বাচন হবে বলে রবিবার ঘোষণা করেছে কমিশন। গুজরাতের কডী এবং ভিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্র রয়েছে এই তালিকায়। ভোটগণনা হবে আগামী ২৩ জুন।

গত ফেব্রুয়ারিতে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হন। সে কারণেই ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে শাসকদল তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও ব্যতিক্রম ছিল নদিয়ায় সংখ্যালঘু-অধ্যুষিত কালীগঞ্জ। সেখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হাসানুজ্জামান শেখ জয়ী হয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট মাত্র ১২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে চলে যায়। ৫৩ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছিলেন তৃণমূলের নাসিরুদ্দিন। দ্বিতীয় স্থানাধিকারী বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর ব্যবধান ছিল ৪৬ হাজারেরও বেশি ভোটের।

Assembly by-election Election Commission central forces Kaliganj By-Election Nadia ECI By-poll
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy