তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, পদে থাকাকালীন যিনি আততায়ীর শিকার হয়েছিলেন। এ বার আব্রাহাম লিঙ্কনের হত্যার রক্তাক্ত এক স্মারক নিলাম হতে চলেছে আমেরিকায়!
১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনে থিয়েটার দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ষোড়শ মার্কিন প্রেসিডেন্ট লিঙ্কন। আমেরিকার ষোড়শ প্রেসিডেন্টকে মাথার পিছনে গুলি করা হয়েছিল। পরের দিন সকালে হাসপাতালে মৃত্যু হয়েছিল তাঁর। সেই অভিশপ্ত দিনে লিঙ্কনের রক্তমাখা চামড়ার দস্তানাজোড়া নিলামে ১৫ লক্ষ ২০ হাজার ডলারে (প্রায় ১৩ কোটি টাকা) বিক্রি হল।
আরও পড়ুন:
শুধু রক্তমাখা দস্তানা নয়, ‘আধুনিক আমেরিকার জনক’ হিসেবে পরিচিত লিঙ্কনের ব্যবহার করা মোট ১৪৪টি জিনিস বৃহস্পতিবার শিকাগোর নিলামসংস্থা ফ্রিম্যানস-হিন্ডম্যানের দফতরে নিলামে তোলা হয়েছিল। তার মধ্যে ১৩৬টি বিক্রি হয়েছে। দস্তানা জোড়ার পরে সবচেয়ে বেশি দাম উঠেছে পৌনে দুশো বছর আগে নিহত মার্কিন প্রেসিডেন্টের একটি রুমালের— ৮ লক্ষ ২৬ হাজার ডলার (প্রায় ৭ কোটি ৩ লক্ষ টাকা) । সেই অভিশপ্ত দিনে রুমালটি লিঙ্কনের পকেটে ছিল।