Advertisement
E-Paper

কঙ্গোর গণহত্যার ছবি দক্ষিণ আফ্রিকার বলে দাবি করলেন ট্রাম্প! তর্কও চালালেন বৈঠকে, ‘ফ্যাক্ট চেক’ করল রয়টার্স

একটি ছবি সম্বলিত নিবন্ধ তুলে ধরে ট্রাম্প দাবি করেছিলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের কবর দেওয়া হচ্ছে। কিন্তু ট্রাম্পের দেখানো নিবন্ধে যে ছবিটি ছিল, সেটি দক্ষিণ আফ্রিকার নয়, কঙ্গোর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৬:১৫
(বাঁ দিকে) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। ছবি: রয়টার্স।

দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার হোয়াইট হাউসে সে দেশের প্রেসিডেন্ট সিরিল রামফোসার সঙ্গে এই নিয়ে তর্কও জুড়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের সামনে একটি ছবি সম্বলিত নিবন্ধ তুলে ধরে দাবি করেছিলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের কবর দেওয়া হচ্ছে। কিন্তু ট্রাম্পের দেখানো নিবন্ধে যে ছবিটি ছিল, সেটি দক্ষিণ আফ্রিকার নয়, কঙ্গোর বলে জানাল সংবাদ সংস্থা রয়টার্সের ‘ফ্যাক্ট চেক’ টিম।

রয়টার্সের তরফে জানানো হয়েছে, ছবিটি একটি ভিডিয়োর অংশ। গত ৩ ফেব্রুয়ারি ভিডিয়োটি রয়টার্সের এক চিত্রগ্রাহকই তুলেছিলেন। পরে তা প্রকাশ করে রয়টার্স। সেই সময় গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় সেনাবাহিনীর সঙ্গে রোয়ান্ডা সমর্থিত এস২৩ নামক বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল। কঙ্গোর গোমা শহরে গণহত্যা চলার পর উদ্ধারকারী দল দেহ উদ্ধার করছিল। সেই ছবিকেই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের কবর থেকে তোলার ছবি বলে দাবি করেন ট্রাম্প।

বুধবার ‘শ্বেতাঙ্গ-হত্যা’ নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে একপ্রস্ত বাদানুবাদ হয় ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ অবশ্য খারিজ করে দেন প্রেসিডেন্ট রামফোসা। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প যে নিবন্ধটি দেখিয়ে তর্ক করছিলেন, সেটি আমেরিকার একটি রক্ষণশীল পত্রিকার অংশ। নিবন্ধে ছবিটির কোনও ক্যাপশন দেওয়া ছিল না। শুধু বলা হয়েছিল, ছবিটি ইউটিউবের একটি ভিডিয়োর অংশ। ভিডিয়োটির জন্য রয়টার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশও করা হয়।

রয়টার্সের তরফে ওই পত্রিকার নির্বাহী সম্পাদক আন্দ্রা উইডবার্গকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ট্রাম্প ছবিটি বুঝতে ভুল করেছেন।” হোয়াইট হাউসের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি।

Reuters Fact Check Congo South Africa Genocide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy