Advertisement
E-Paper

রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে ২৫ কোটি টাকার মাছধরা জাল কিনল ইউক্রেন! কী ভাবে হচ্ছে ব্যবহার?

ইউক্রেন সেনা দু’ভাবে ব্যবহার করছে মাছধরা জাল— প্রথমত, আত্মঘাতী ড্রোনের হামলা ঠেকাতে। দ্বিতীয়ত, নজরদারি ও বোমা-ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধরার ফাঁদ হিসেবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৫:৫৮
Denmark and Sweden handed over old fishing nets worth 25 crore to Ukraine for preventing Russian Drone attack

মাছধরা জালে ধ্বংস রুশ ড্রোন। ছবি: রয়টার্স।

রাশিয়ার ড্রোন হামলা প্রতিরোধে ইউক্রেন সেনার নতুন অস্ত্র মাছ ধরার জাল! স্ক্যান্ডিনেভিয়ার দুই দেশ, ডেনমার্ক এবং সুইডেন থেকে ২৪ লক্ষ ইউরোয় (প্রায় ২৫ কোটি টাকা) মাছ ধরার জাহাজে ব্যবহৃত বাতিল হওয়া জাল কিনেছে ভলোদিমির জ়েলেনস্কির দেশ!

গত মার্চ মাস থেকেই ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ ড্রোন হামলা প্রতিরোধে মাছধরা জাল ব্যবহারের অভিনব পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিল। তা যথেষ্ট কার্যকর হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে। মোটের উপর দু’ভাবে ব্যবহৃত হচ্ছে সমুদ্রে মাছ ধরার কাজে ব্যবহৃত সেই সব শক্তপোক্ত জাল— প্রথমত, আত্মঘাতী ড্রোনের হামলা ঠেকাতে। দ্বিতীয়ত, নজরদারি ও বোমা-ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধরার ফাঁদ হিসেবে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন সেনার বাঙ্কার, শিবির এমনকি অসামরিক গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘিরে ইস্পাতের খুঁটি বা গাছ থেকে জাল টাঙাচ্ছে ইউক্রেন সেনা। অধিকাংশ ক্ষেত্রেই রুশ আত্মঘাতী ড্রোন সেই জালে আটকে গিয়ে ফেটে যাচ্ছে। ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হচ্ছে। ইউক্রেনীয় সেনাদের জীবন রক্ষা পাচ্ছে। এ ছাড়া, উঁচু গাছ বা শহরাঞ্চলের বহুতলে উল্লম্ব ভাবে জাল টাঙিয়ে ‘ড্রোন ধরার ফাঁদ’ হিসাবে ব্যবহার করা হচ্ছে। সামরিক ইতিহাসে যুদ্ধ পরিস্থিতিতে নতুন উদ্ভাবনের দৃষ্টান্ত রয়েছে অনেক। তারই সাম্প্রতিকতম উদাহরণ কিভের ‘ড্রোনশিকারি জাল’।

Russia-Ukraine War Drone Attack Volodymyr Zelenskyy Vladimir Putin Drone Swarm Drones Combat Drone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy