Advertisement
E-Paper

পুজোয় ছুটে চলেছেন বিদ্যুত্ কর্মীরা

এ বছর ২৩ হাজার ৭০০ পুজো মণ্ডপে বিদ্যুৎ সরবরাহ করছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৫ ১৬:৫৫

এ বছর ২৩ হাজার ৭০০ পুজো মণ্ডপে বিদ্যুৎ সরবরাহ করছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। সংস্থার পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয়েছে, যে কোনও যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটলে তা যাতে দ্রুত সারিয়ে ফেলা যায়, তার জন্য বিভিন্ন জেলায় ১৩৮৮টি মোবাইল ভ্যান রাখা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেলেই ওই ভ্যান করে বিদ্যু কর্মীরা ঘটনাস্থসলে ছুটে যাচ্ছেন বলে বণ্টন কৃর্তৃপক্ষের দাবি। ষষ্ঠী এবং সপ্তমি মিলিয়ে রাজ্যের পুজো মণ্ডপগুলি এবং সব ধরনের গ্রাহকের চাহিদা মিলিয়ে বণ্টন সংস্থাকে বিদ্যুৎ সরবরাহ করতে হয়েছে ৫৭০০ মেগাওয়াটের কিছু বেশি। আজ, বৃহস্পতিবার সন্ধ্যের সময় বিদ্যুতের চাহিদা আরও বাড়তে পারে বলে সংস্থাটি মনে করছে। অস্থায়ী ভাবে পুজো মণ্ডপগুলিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে বণ্টন সংস্থার ঘরে ‘সিকিউরিটি ডিপোসিট’ বাবদ ৯ কোটি ২১ লক্ষ টাকা আদায় হয়েছে।

পিছিয়ে নেই সিইএসসি-ও। এ বছর সংস্থাটি তাদের সরবরাহ এলাকায় ৩৮২৩টি পুজো মণ্ডপে বিদ্যুৎ সরবরাহ করছে। বণ্টন সংস্থার মতো সিইএসসি-ও বিভিন্ন জায়গায় ১৭০টি মোবাইল ভ্যান পথে নমিয়েছে। যারা বিদ্যুৎ কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোর সময় চাহিদা যতই বাড়ুক না কেন, বিদ্যুতের কোনও ঘাটতি হবে না। সংস্থার বজবজ, টিটাগড়, সাদার্ন ও হলদিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৭২৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে কর্তৃপক্ষের দাবি। পজোর এই সময়ে এখনও পর্যন্ত সিইএসসি এলাকায় বিদ্যুতের চাহিদা হয়েছিল ১৯০০ মেগাওয়াটের মতো। ওই চাহিদা মেটাতে সংস্থার কোনও সমস্যা হয়নি বলে জানানো হয়েছে।

Durga Puja, Festivival, Electricity, Electricity Workers, CESC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy