Advertisement
E-Paper

হড়পা বানে ভীত, শাবক বাঁচাতে লোকালয়ে হাতির পাল

রবিবার রাত থেকেই ভুটানে টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে নাগরাকাটা এবং ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন হয়ে পড়ে জঙ্গল এলাকাও। বনকর্মীদের অনুমান, জঙ্গলে জল বাড়ার কারণে তিনটি শাবক-সহ ১৭টি হাতির ওই দল অপেক্ষাকৃত নিরাপদ এলাকার খোঁজে বেরিয়ে পড়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৮
সোমবার সকাল থেকেই হাতির পালটি ঘুরে বেড়াতে থাকে জলপাইগুড়ি জেলার বানারহাটে। নিজস্ব চিত্র।

সোমবার সকাল থেকেই হাতির পালটি ঘুরে বেড়াতে থাকে জলপাইগুড়ি জেলার বানারহাটে। নিজস্ব চিত্র।

বন্যার জল থেকে বাঁচতে শাবকদের নিয়ে লোকালয় ঢুকে পড়ল হাতির পাল। সোমবার সকাল থেকেই হাতির পালটি ঘুরে বেড়াতে থাকে জলপাইগুড়ি জেলার বানারহাটে। কখনও লোকালয়ের মধ্যে, আবার কখনও আলিপুরদুয়ারগামী রেললাইনের উপর উঠে আসে হাতি। শেষ পর্যন্ত বনকর্মীরা দলটিকে কোনও মতে তাড়িয়ে জঙ্গলে পাঠালেও, আবার দলটি বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা বন দফতরের।

রবিবার রাত থেকেই ভুটানে টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে নাগরাকাটা এবং ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন হয়ে পড়ে জঙ্গল এলাকাও। বনকর্মীদের অনুমান, জঙ্গলে জল বাড়ার কারণে তিনটি শাবক-সহ ১৭টি হাতির ওই দল অপেক্ষাকৃত নিরাপদ এলাকার খোঁজে বেরিয়ে পড়ে। জলপাইগুড়ির ওয়ার্ল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন,“হাতির পালটি রেতির জঙ্গলে ছিল। সেখানে জল বাড়ার কারণে তারা সম্ভবত হলদিবাড়ির জঙ্গলের দিকে যাচ্ছিল।”

কিন্তু, সেই রাস্তায় হাতি নালা নামে একটি ঝোরা পেরোতে হয়। হড়পা বানে সেই নালাতে জল বেড়ে যায় এবং খরস্রোতা হয়ে পড়ে। বনকর্মীদের ধারণা, শাবকদের নিয়ে সেই নালার তীব্র স্রোত পেরোনোর ঝুঁকি নিতে পারেনি হাতির দলটি। তাই তারা আটকে পড়ে।

শাবকদের নিয়ে সেই নালার তীব্র স্রোত পেরোনোর ঝুঁকি নিতে পারেনি হাতির দলটি। নিজস্ব চিত্র।

দলটি মরাঘাট চা-বাগান এবং সংলগ্ন লোকালয়ে ঘুরে বেড়াতে থাকে খাবারের সন্ধানে। শেষ পর্যন্ত হাতিগুলিকে তাড়িয়ে ফের রেতির জঙ্গলের দিকে পাঠিয়ে দিয়েছেন বনকর্মীরা। সীমা চৌধুরী বলেন, ‘‘যেহেতু দলে শাবক আছে, তাই ফের হাতিগুলি সুযোগ মতো নালা পেরিয়ে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করবে। আমরা নজর রাখছি যাতে ফের তারা লোকালয়ে ঢুকে পড়তে না পারে।’’

আরও পড়ুন: হড়পা বানে ভাসল উত্তরবঙ্গের তিন ব্লক, তলিয়ে গেল ডাম্পার, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: মায়ের ক্যানসার, খাবার আধপেটা জোটে, স্বপ্না বর্মণ হওয়ার স্বপ্ন দূরে সরে যাচ্ছে রিঙ্কির

(মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।)

Elephant Jalpaiguri Flash Flood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy