Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Engineering Students

কলকাতার গৃহবধূকে অপহরণের অভিযোগে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং ছাত্র

এক গৃহবধূকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল ২১ বছরের এক ইঞ্জিনিয়রিং ছাত্রকে। অভিযুক্ত যুবকের নাম হিতেশ বর্ধন। শুক্রবার মধ্যপ্রদেশের ভোপাল থেকে অভিযুক্ত যুবক ও গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।

ছবি- ফাইল চিত্র

ছবি- ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ১৭:৩২
Share: Save:

এক গৃহবধূকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল ২১ বছরের এক ইঞ্জিনিয়রিং ছাত্রকে। অভিযুক্ত যুবকের নাম হিতেশ বর্ধন। শুক্রবার মধ্যপ্রদেশের ভোপাল থেকে অভিযুক্ত যুবক ও গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রাঁচির বাসিন্দা হিতেশ ভোপালের একটি ইঞ্জিনিয়রিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। মাস ছয়েক আগে ফেসবুকে তাঁর পরিচয় হয় সুকান্তনগরের বাসিন্দা ২২ বছরের ওই গৃহবধূর সঙ্গে। ফেসবুক এবং ফোনে তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানা গিয়েছে। এ দিন জেরায় হিতেশ জানিয়েছে, ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে মাস খানেক আগে কলকাতায় এসে কেষ্টপুরে বাড়ি ভাড়া নিয়েছিল সে। এরপরেই ২০ নভেম্বর নিখোঁজ হয় ওই গৃহবধূ।

আরও পড়ুন- কেমন হবে পার্টির সাজ?

সূত্রের খবর, স্ত্রীকে খুঁজে না পেয়ে ওই গৃহবধূর স্বামী গত ২১ নভেম্বর বিধাননগর দক্ষিণ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ মোবাইলের সিগন্যাল ট্র্যাক করে ভোপালে ওই মহিলার খোঁজ পায়। এরপর দু’জনকে ভোপাল থেকে আটক করা হয়। শনিবারই তাঁদের কলকাতায় নিয়ে আসা হয়েছে।

জানা গিয়েছে, পেশায় বেসরকারি সংস্থার সাফাইকর্মী ওই ব্যক্তির সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয়েছিল ওই গৃহবধূর। তাঁদের বছর তিনেকের একটি সন্তানও রয়েছে। তবে কীভাবে, কী কারণে ওই মহিলাকে অপহরণ করল হিতেশ তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- লজ্জায় আর বাড়ি ফিরতে চায় না কিশোরী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Engineering Students Bhopal Housewife in Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE