Advertisement
০৬ মে ২০২৪

রোবটিক্সের উৎকর্ষ কেন্দ্র হবে দুর্গাপুরে

বৃহস্পতিবার এ কথা জানান ওই প্রতিষ্ঠানের অধিকর্তা অনুপম বসু।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ০৩:৩৪
Share: Save:

দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) গড়ে তোলা হবে রোবটিক্স অ্যান্ড অ্যাসিসটিভ টেকনোলজির উৎকর্ষ কেন্দ্র। বৃহস্পতিবার এ কথা জানান ওই প্রতিষ্ঠানের অধিকর্তা অনুপম বসু।

রোবট প্রযুক্তির কদর এখন পৃথিবী জুড়ে। অনুপমবাবু জানান, রোগীর চিকিৎসা, প্রতিবন্ধীদের সহায়তা থেকে বয়স্কদের দেখভাল পর্যন্ত সব কাজেই রোবট ব্যবহার করা হচ্ছে। রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তাও কাজে লাগানো হচ্ছে। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে এই ব্যবহার আরও বাড়বে। সে-দিকে লক্ষ রেখেই এই উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে এনআইটি। এ বিষয়ে দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের সহায়তাও নেওয়া হবে। রাজ্য সরকারও আগ্রহ দেখিয়েছে বলে জানালেন অধিকর্তা।

এ দিন এনআইটি দুর্গাপুরে রোবট প্রযুক্তি নিয়ে তিন দিনের কর্মশালা শুরু হয়। উপস্থিত ছিলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব দেবাশিস সেন। অধিকর্তা জানান, রোবটিক্স অ্যান্ড অ্যাসিসটিভ টেকনোলজির উৎকর্ষ কেন্দ্র গড়ার বিষয়ে এনআইটি-কে রাজ্য কী ভাবে সহায়তা করতে পারে, সেটা তাঁরা বিবেচনা করছেন বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি সচিব। এনআইটি-র পড়ুয়া, শিক্ষক, গবেষক ছাড়াও কিছু সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় যোগ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Robotics Durgapur Excellence Center
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE