সালকিয়ার বাবুডাঙার এক পেট্রোল পাম্পে আচমকা আগুন লাগে শনিবার রাতে। তার ধোঁয়ায় দমবদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই পাম্পের দুই কর্মীর। দমকল সূত্রের খবর, রাত পৌনে ন’টা নাগাদ আগুন লাগে পাম্পের একটি অফিসঘরে। ধোঁয়ায় আটকে পড়েন নাসির আলম (৫৩) ও আর এক কর্মী। দমকল গিয়ে তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করে।
দমকল জানিয়েছে, দুর্ঘটনার সময়ে একটি গাড়িতে পেট্রোল ভরছিলেন অন্য কর্মীরা। আগুনের হল্কা দেখেই তাঁরা হাওড়ার দমকলে খবর দেন। দমকলকর্মীরা সময়ে পৌঁছে যাওয়ায় আগুন পাম্পের অন্য অংশে ছড়িয়ে পড়তে না পারেনি বটে তবে ওই দুই কর্মীকে বার করার আগেয় ধোঁয়ায় ক্ষতি যা হোয়ার বয়ে যায়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ওই অফিসের ভিতরে ‘লুব্রিক্যান্ট অয়েল’-র বোতল জমা ছিল। সেগুলি থেকেই ধোঁয়ায় অফিসঘরটি ভরে গিয়েছিল। ওই দুই পাম্পকর্মী তাতেই ভিতরে আটকে পড়েন। বেরিয়ে আসতে পারেননি।
আরও পড়ুন: পারিবারিক বিবাদের জের, বন্ধ ঘরে পেট্রোল ঢেলে ভাইপো-ভাইঝিকে খুন